কলকাতা : একদিনেই বিভিন্ন সময়ে ৮টি মামলায় চিকিৎসককে ১০টি নোটিস ! অভয়াকাণ্ডের প্রতিবাদে সামিল হওয়া সরকারি চিকিৎসককে থানায় তলব করল পুলিশ। ৮টি পৃথক মামলায় অনিন্দ্যসুন্দর মণ্ডলকে পুলিশের ১০টি নোটিস। বুধবার দুপুরে হেয়ার স্ট্রিট থানায় পৌঁছান কলকাতা মেডিক্যালের চিকিৎসক। এদিকে বউবাজার থানায় অঞ্জন মণ্ডল নামে আরেক ডাক্তারি পড়ুয়াকে তলব করা হয়েছে। প্রাণঘাতী অস্ত্র নিয়ে জমায়েত, বেআইনি জমায়েত, সরকারি কাজে বাধা, হুমকি, আইন অমান্য, অবরোধ, সম্মিলিত অপরাধ-সহ একাধিক ধারায় মামলা করা হয়।

এ প্রসঙ্গে চিকিৎসক অনিন্দ্যসুন্দর মণ্ডল বলেন, "এক বছর আগে এই জিনিসগুলো...অক্টোবরের টাইমে এসেছে কেসগুলো। এরকম কিছু হলে পুলিশ সেইসময় ডেকে পাঠাতে পারত, যে এতটা সিরিয়াস কিছু। যে সমস্ত ধারাগুলো আনা হয়েছে...এটা আমার প্রথম মনে জিজ্ঞাসা হিসাবে এসেছে যে, কেন একবছর পর ? সেটা হতে পারে, এই সময়ে দাঁড়িয়ে আবার যেহেতু মানুষ পথে নামছে, বিচার চাইছে...অভয়ার বিচারকে কেন্দ্র করে প্রশাসন থেকে রাজ্য সরকার যেভাবে ভূমিকা পালন করেছিল, তা নিয়ে আবার প্রশ্ন করা শুরু করেছে। হতে পারে সেইসময় দাঁড়িয়ে যাঁরা বিভিন্ন সময়ে আন্দোলনে ছিলেন, আন্দোলন পুলিশ তাঁদের মার্ক করেছে বা চিহ্নিত করেছে। সেইভাবে তারা চেষ্টা করছে, ভয় দেখিয়ে যাতে এই আওয়াজগুলো আর না ওঠে।"

জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "আমি জানি না, পশ্চিমবঙ্গে অপরাধের এত কমতি পড়েছে কি না। এটা স্পষ্টতই একটা প্রতিহিংসা। যেসব পুলিশ অফিসাররা জিজ্ঞাসাবাদ করছেন, সেইসব পুলিশ অফিসারের শরীরী ভাষাও বলছে, তাঁদের একপ্রকার বাধ্য হয়েই করতে হচ্ছে। পুলিশ তো উপরমহলের চাপ বা অর্ডার অনুযায়ী কাজ করে, সেখান থেকে নিশ্চয়ই এই জায়গাটা হয়েছে যে এতদিন পরেও অভয়ার ন্যায়বিচার চেয়ে এত এত মানুষ কথা বলছে, সেখানে হয়ত কোথাও একটা ভয়ের জায়গা থাকছে, সেখান থেকেই হয়ত এই প্রতিহিংসা।"

প্রসঙ্গত, দিনকয়েক আগেই আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের নৃশংস ঘটনার এক বছর পূর্ণ হয়েছে। যাকে কেন্দ্র করে নানা কর্মসূচি পালন করেছে জুনিয়র ডাক্তার, অভয়া মঞ্চ-সহ বিভিন্ন সংগঠন। প্রতিবাদে ফের একবার রাস্তায় নেমে এসেছে বহু চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। অভয়ার ন্যায়বিচারের দাবিতে পুনরায় তাঁরা সরব হয়েছেন। এক বছর পরেও প্রতিবাদের আগুন আছড়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। রাস্তায় নেমে মানুষ মিছিল, পথসভা, মৌন মিছিল করেছেন।