কলকাতা: দোলের দিন রবীন্দ্র সরোবরে (Rabindra Sarobar Dol Controversy) দফায় দফায় উত্তেজনা। লেকের ভিতরে স্থানীয় ক্লাবের ব্যবস্থাপনায় বসন্ত উৎসব পালন ঘিরে তৈরি হল বিতর্ক। পরিবেশপ্রেমী ও প্রাতর্ভ্রমণকারীদের একাংশের অভিযোগ, দোল ও হোলি উপলক্ষে শুক্র ও শনিবার সাধারণের জন্য বন্ধ থাকলেও, নিয়ম ভেঙে ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি নামে একটি ক্লাব রবীন্দ্র সরোবরের ভিতরে অনুষ্ঠানের আয়োজন করেছে। এই নিয়ে লেকের গেটের মুখে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অনুমতি নিয়েই সরোবরের ভিতরে বসন্ত উৎসব করা হয়েছে বলে দাবি করে আয়োজক সংস্থা ILLS ।

বসন্ত উৎসব পালন ঘিরে বিতর্ক: নিয়মবিধি লঙ্ঘন নিয়ে দোলের দিন তা নিয়ে দফায় দফায় ছড়াল উত্তেজনা। কলকাতার ফুসফুস বলে পরিচিত এবং জাতীয় সরোবরের তকমা পাওয়া রবীন্দ্র সরোবরের দেখাশোনার দায়িত্বে রয়েছে KMDA। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশিকা অনুসারে প্রতি বছরই দোল ও হোলির দিন সর্বসাধারণের জন্য রবীন্দ্র সরোবরের গেট বন্ধ থাকে। এবারও KMDA-র তরফে রবীন্দ্র সরোবরের গেটে যে নোটিস দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট লেখা রয়েছে, শুক্রবার সারাদিন ও শনিবার বিকেল ৫টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

পরিবেশপ্রেমী ও প্রাতর্ভ্রমণকারীদের একাংশের অভিযোগ, সাধারণের জন্য বন্ধ রাখা হলেও, নিয়ম ভেঙে ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি নামে একটি ক্লাব রবীন্দ্র সরোবরের ভিতরে অনুষ্ঠানের আয়োজন করেছে। তা নিয়ে লেকের গেটের মুখে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এদিন লেকের সামনে প্রতিবাদে সামিল হন প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ও। অনুমতি নিয়েই সরোবরের ভিতরে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। বিতর্কের মুখে এমনই দাবি করেছে আয়োজক সংস্থা ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি।

দোলের দিন রবীন্দ্র সরোবরে সুইমিং ক্লাবগুলি সদস্য ও অতিথিদের জন্য খোলা রাখতে পারে এই আশঙ্কা আগেই ছিল। এ নিয়ে কলকাতার পুলিশ কমিশনারের মঙ্গলবার লেকের ১২ নম্বর গেটের সামনে প্রতিবাদ দেখায় লেক লাভার্স ফোরাম অ্যান্ড মর্নিং ওয়াকার্স। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে ইমেল করেন লেক লাভার্স ফোরামের সদস্য সৌমেন্দ্রমোহন ঘোষ। তিনি বলেন, সূত্র মারফৎ জানা যাচ্ছে যে, ১৪/১৫ মার্চ সরোবরের ভিতরে থাকা কিছু সুইমিং ক্লাব তাদের বার খোলা রাখার পরিকল্পনা করেছে। সকাল ১০টা থেকে রাত পর্যন্ত ক্লাবের সদস্য ও অতিথিদের জন্য খোলা রাখতে চাইছে সুইমিং ক্লাবগুলি। 

আরও পড়ুন: Belgharia Shoot Out: বেলঘরিয়া শ্যুটআউট কাণ্ডের প্রধান অভিযুক্ত ইন্দল যাদব গ্রেফতার