প্রদ্যোৎ সরকার, নদিয়া: রবিবার নদিয়ার (Nadia) মায়াপুর (Mayapur) ইসকন মন্দির (Iskcon Temple) প্রাঙ্গনে পালিত হচ্ছে রাধাষ্টমীর (Radha Ashtami) অনুষ্ঠান। বিগত দু'বছর করোনা আবহে ধর্মীয় নিয়ম রক্ষার্থে রাধাষ্টমীর অনুষ্ঠান হলেও তা সম্পূর্ণভাবে ছিল বর্ণহীন। অতিমারির কারণে দর্শনার্থীদের মন্দির প্রাঙ্গণে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইসকন কর্তৃপক্ষ। পরিস্থিতির স্বাভাবিক হওয়ার ফলে এই বছর মায়াপুর ইসকন মন্দিরের রাধাষ্টমীর অনুষ্ঠান এক আলাদা মাত্রা এনে দিল।                                        


গতকাল অধিবাসের মধ্যে দিয়ে মন্দির প্রাঙ্গণ শুভ সূচনা হয় রাধাষ্টমীর অনুষ্ঠানের।আজ ভোরে হিন্দু শাস্ত্রীয় রীতিনীতি মেনে ভগবান রাধা কৃষ্ণের মঙ্গলারতি করেন মন্দিরের ভক্তবৃন্দরা। এছাড়াও নানাবিধ ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদিনব্যাপী পালিত হবে রাধাষ্টমীর অনুষ্ঠান। অনুষ্ঠানটি চলবে রাত দশটা টা পর্যন্ত। রাধাষ্টমী অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে হাজার হাজার দর্শকবৃন্দের সমাগম ঘটেছে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গনে। দূর দুরান্ত থেকে আগত ভক্তবৃন্দদের মধ্যে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করার ব্যবস্থা রয়েছে ইসকনের পক্ষ থেকে।


শনিবার থেকেই আলোকমালায় সেজে উঠেছে মন্দির। সব মিলিয়ে রঙিন এক উৎসব চৈতন্যধামে। করোনা পরিস্থিতিতে গত দু'বছর এই উৎসব দেখতে পারেননি সাধারণ ভক্ত দর্শনার্থীরা।   


আরও পড়ুন, ফিল্মি কায়দায় আলুর বস্তার আড়ালে পাচার নিষিদ্ধ শব্দবাজি! চক্ষু চড়কগাছ পুলিশের


দেশজুড়ে চলছে মহালক্ষ্মীর ব্রতও। বিষ্ণুপুরাণ ও নারদপুরাণে এই ব্রতের উল্লেখ আছে। এই পুজোয় অষ্টলক্ষ্মীর কৃপালাভই আসল কথা। এই পুজোয় ও ব্রতে সেই অষ্ট লক্ষ্মীর আরাধনাই করা হয়। সব মিলিয়ে মহালক্ষ্মীব্রত ষোলো দিনের পর্ব। অষ্টমী তিথি পড়ছে ৩ সেপ্টেম্বর দুপুর ১২টা ২৮ মিনিটে, তিথি শেষ হচ্ছে ৪ সেপ্টেম্বর সকাল ১০টা ৪০ মিনিটে। তবে মহালক্ষ্মী ব্রত আদতে শেষ হচ্ছে ১৭ সেপ্টেম্বরে।           


ভাদ্রমাসের শুক্লপক্ষের অষ্টমতম দিনে রাধার জন্ম। তাই দিনটি যথাযথ শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে পালন করা হয়। বৃষভাণুনন্দিনী রাধাকে লক্ষ্মীর অবতার ধরা হয়। কৃষ্ণপ্রিয়া রাধার জন্মস্থান বর্ষানা। সেখানে দিনটি বিশেষ ভাবে উদযাপন করা হয়। এছাড়াও সারা ভারতে, বিশেষত বৈষ্ণব-ভাবাপন্ন অঞ্চলগুলিতে বৃন্দাবনেশ্বরী রাধার জন্মদিন বিশেষ ভাবে পালন করা হয়। শ্রীকৃষ্ণের লীলাসহচরী, শ্রীকৃষ্ণের গোপিনীদের মধ্যে শ্রেষ্ঠ রাধা।  তাই রাধাকে আলাদা দৃষ্টিতে দেখা হয়।