New Bajaj Bikes: প্রতিদিনের কাজের জন্য এবার ১২৫ সিসি সেগমেন্টে CT125X বাইক আনল বাজাজ। ম্যাট ফিনিসের এই বাইকে আলাদা লুক দেওয়ার চেষ্টা করেছে কোম্পানি। আগের থেকে এখন অনেকটাই বদলে গিয়েছে এই বাইক। দেখে নিন, এই বাইকের প্রথম 
চেহারা।


Bajaj CT125X 2022: কেমন দেখতে বাইক ?
CT 125X-এ LED DRL-এর সঙ্গে রাউন্ড হ্যালোজেন হেডল্যাম্প ও অফ-রোডারের মতোকিছু পার্টস জোড় হয়েছে গাড়িতে। নতুন বাইকে আপনি একটি হেডলাইট গার্ড দেখতে পাবেন। বাইকের পিছনে একটি পিছনের লাগেজ র্াক ও ইঞ্জিন সুরক্ষার ব্যবস্থা রয়েছে। আরও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে এখানে একটি বড় গ্র্যাব রেল দিয়েছে কোম্পানি। যাতে একটি USB চার্জার-সহ একটি কুইল্টেড সিট রয়েছে।


New Bajaj Bikes: নতুন ইঞ্জিন রয়েছে বাইকে ?
পুরনো বাইকের মতোই একই ইঞ্জিন দেওয়া হয়েছে বাইকে। Bajaj Discover 125-এ পাওয়ারের জন্য যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেই 124.4 সিসি ইঞ্জিন রয়েছে এই বাইকে। সঙ্গিল সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন যা 8,000rpm এই বাইকে 10.8hp ও 5,500rpm এ 11Nm টর্ক দিয়ে থাকে। একটি 5-স্পিড গিয়ারবক্স রয়েছে (একটি অল-ডাউন শিফটিং প্যাটার্ন সহ) ও একটি ঐতিহ্যগত ফুয়েল-ইঞ্জেকশন সিস্টেমের জায়গায়, CT 125X একটি ইন্টেলিজেন্ট কার্বরেটর পায়। এ ছাড়াও CT 125X সামনে একটি ড্রাম/ডিস্ক ব্রেক ও একটি ড্রাম রিয়ার ব্রেক সহ আরও বেসিক টেলিস্কোপিক ফর্ক ও ডুয়াল রেয়ার গ্যাস শক পায়।


Bajaj CT125X 2022: কাদের সঙ্গে হবে প্রতিযোগিতা ? 
এই বাইকের সামনের দিকে 80/100 ও পিছনে 100/90 সেকশনের টায়ার রয়েছে। এই বাইক তিনটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে- গ্রিন ডেক্যাল, ব্লু ডেক্যাল সহ ইবোনি ব্ল্যাক ও রেড ডিক্যালস সহ ইবোনি ব্ল্যাকে পাওয়া যাচ্ছে CT125X। মূলত, Honda Shine, Hero Super Splendor, Glamour ও TVS Radeon-এর সঙ্গে প্রতিযোগিতা হবে এই বাইকের। 


New Bajaj Bikes: কত দাম বাইকের ?
দামের নিরিখে CT 125X ও 125X ডিস্কের দাম 71,534 টাকা ও 74,682 টাকা রাখা হয়েছে। বাইকটি স্পষ্টতই একটি কমিউটার বাইক। খারাপ রাস্তায় কঠিন পরিস্থিতিতে চালানোর জন্যই এই বাইকে এনেছে বাজাজ। CT রেঞ্জে এই বাইকটি CT100X-এর সঙ্গে যোগ দেবে। এই রেঞ্জের মধ্যে এটি বাজারের একটি ফ্ল্যাগশিপ বাইক, যার স্টাইলিং থিম বেশ আকর্ষণীয় রেখেছে কো্পানি।


আরও পড়ুন : Skoda Vision 7S: দুর্দান্ত ডিজাইন ! নতুন কনসেপ্ট ইভি আনছে স্কোডা, দেবে ৬০০ কিমি রেঞ্জ


Car loan Information:

Calculate Car Loan EMI