সন্দীপ সরকার, কলকাতা: এবার মেডিক্যাল কলেজে (Calcutta Medical College Ragging) র‍্যাগিংয়ের অভিযোগ। স্নাতকোত্তরে দ্বিতীয় বর্ষের ২ ছাত্রের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ উঠল। স্নাতকোত্তরের প্রথম বর্ষের ২ জুনিয়র চিকিৎসককে র‍্যাগিং করা হয়েছে বলে অভিযোগ। হাসপাতালের মধ্যেই অশালীন আচরণ, দুর্ব্যবহার, মারধরের অভিযোগ। মেডিক্যাল কলেজের অধ্যক্ষের ঘরের বাইরে বিক্ষোভ দেখালেন জুনিয়র ডাক্তারদের একাংশ। অভিযোগ খতিয়ে দেখছে অ্যান্টি র‍্যাগিং কমিটি, জানালেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ।  


যাদবপুরের ঘটনার পর...
গত বছর যাদবপুরের মেন হস্টেলের আবাসিক এক পড়ুয়ার মৃত্যুর পর সেখান থেকে শিক্ষা নিয়ে ক্যাম্পাসে র‍্যাগিং ঠেকাতে উদ্যোগী হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজ। গত অগাস্টে, মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন, প্রথম বর্ষের পড়ুয়াদের আলাদা রাখা হবে। প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য ২ টি আলাদা হস্টেলের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়। একটি গার্লস হস্টেল ও আরেকটি বয়েজ হস্টেলের ব্যবস্থা হয়েছে  বলে জানায় কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। গিরিবাবু লেনের বয়েজ হস্টেলে রাখা হবে প্রথম বর্ষের পড়ুয়াদের, গার্লস হস্টেল হিসেবে কোনটি নির্ধারিত করা হবে তা নিয়ে মতামত নেয় কর্তৃপক্ষ। তবে এই রাজ্যে মেডিক্যাল পড়ুয়াদের উপর র‍্যাগিংয়ের অভিযোগ কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানগুলির বাইরেও উঠেছে। গত মাসেই যেমন, রায়গঞ্জ মেডিক্যাল কলেজে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। সে বার MBBS-এর দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছিল, সন্দেহের তির ছিল তৃতীয় বর্ষের পড়ুয়াদের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দেয় কলেজ কর্তৃপক্ষ।


কী ঘটেছিল?
অভিযোগকারীদের দাবি, শুধু শারীরিক-মানসিক নিগ্রহই নয়, ক্রমাগত হুমকি দেন সিনিয়র পড়ুয়ারা। সেই সঙ্গে মারধর, অভব্য় আচরণ, গালাগালি, কটুক্তি তো আছেই। অভিযোগকারী ওই পড়ুয়া জানিয়েছেন, সিনিয়ররা তাঁকে বেধরক মারধর করে। তিনি অচৈতন্য হয়ে পড়েন। পরে জল ঢেলে তাঁকে সুস্থ করে আবার নির্যাতন করা হয়। তাঁদের আবার মারধরের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। যার জেরে আতঙ্কিত ওই মেডিক্যাল পড়ুয়া। নিরাপত্তার দাবি জানিয়েছেন। ওই পড়ুয়া বলেন, “ঘটনার আতঙ্কে হোস্টেলে থাকতে পারছি না। কুমন্তব্য করা হচ্ছে।’’ অভিযোগ অস্বীকার সিনিয়র পড়ুয়াদের। পাল্টা অভিযোগকারী ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে কলেজে নেশা করা সহ কলেজের পঠন-পাঠনের পরিবেশ নষ্টের অভিযোগ এনেছেন এক অভিযুক্ত পড়ুয়া। খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।


আরও পড়ুন:BJP-তে যেতে রাজি না হওয়াতেই ED-র হানা, শুভেন্দু-শাহজাহানের সম্পর্ক নিয়ে বিস্ফোরক TMC বিধায়ক