কলকাতা: সন্দেশখালি নিয়ে রাজনৈতিক তরজা চরমে। এবার শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) সঙ্গে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সম্পর্ক নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের। শুভেন্দু-শাহজাহানের ছবি দেখিয়ে অভিযোগ তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর (Sukumar Mahata)। বিজেপি-তে যেতে রাজি না হওয়ায়, শাহজাহানের পিছনে ইডি-কে লাগিয়েছে শুভেন্দু, অভিযোগ সুকুমারের।


গত শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়ে হামলার মুখে পড়েন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। এক ED আধিকারিকের মাথা ফাটে।  মারমুখী জনতার সামনে পিছু হটতে হয় তদন্তকারী সংস্থা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। তার পর জায়গায় জায়গায় বিক্ষোভও ছড়িয়ে পড়ে। সেই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন শাহজাহান। 


সেই নিয়ে গত কয়েক দিন ধরে তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুও বিষয়টি নিয়ে মুখ খোলেন। শুভেন্দুর সঙ্গে শাহজাহানের সম্পর্ক নিয়ে এবার সরব হলেন সুকুমার। একটি শাহজাহানের সঙ্গে শুভেন্দুর একটি ছবি সামনে এনেছেন তিনি। সুকুমারের দাবি, বিজেপি-তে আসতে রাজি না হওয়ায়, শাহজাহানের পিছনে ED-কে লাগিয়ে দেন শুভেন্দু। ED-কে দিয়ে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলেও দাবি করেন সুকুমার। যদিও শাহজাহান এবং সুকুমারের ছবি নিয়ে ভাবিত নচ বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, শুভেন্দু তৃণমূলে ছিলেন। সেই সময়ই ওই ছবি তোলা। 


আরও পড়ুন: Mamata Banerjee: ‘আমি সেই উৎসবে বিশ্বাস করি...’ অযোধ্যার রামমন্দির নিয়ে বার্তা মমতার


শাহজাহান বেরমজুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে লুকিয়ে ছিলেন বলেও দাবি করেন শুভেন্দু। তৃণমূলের প্রধান যদিও অভিযোগ অস্বীকার করেছেন। শুভেন্দুর দাবি যুক্তিহীন বলে দাবি করেছেন তৃণমূলের প্রধান। শুভেন্দু সত্যিই যদি জানেন, এসে খুঁজে বের করে দিয়ে যান বলে দাবি করেন তিনি। সন্দেশখালিতে জায়গা না পেয়ে, বিজেপি শাহজাহানকে হেনস্থা করছে বলে দাবি করেন।


তবে যে শাহজাহানকে ঘিরে পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে, এখনও খোঁজ নেই তাঁর। সন্দেশখালিতে ED-র ওপর হামলার পর থেকেই নিখোঁজ দাপুটে তৃণমূল নেতা। সেই অবস্থাতেই  আড়াল থেকে বার্তা দিচ্ছেন শাহজাহান। সম্প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, "এই সব ED, CBI-কে ভয় পাওয়ার কোনও কারণ নেই। সবাই শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ। তোমরা বুঝতে পারছো, এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা ভাবছে, আমাকে দমাতে পারলে সন্দেশখালিতে তৃণমূল দুমড়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহাজাহান হাজারো রয়েছে।" তবে শাহজাহানকে নিয়ে পরস্পরবিরোধী মন্তব্য শোনা যাচ্ছে তাঁর পরিবার এবং দলের তরফেও। পাশাপাশি চলছে রাজনীতির দড়ি টানাটানি।