শিবাশিস মৌলিক, দীপক ঘোষ ও রাজা চট্টোপাধ্য়ায়,কলকাতা: অসম থেকে বৃহস্পতিবার বাংলায় ঢুকছে রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায়যাত্রা।' কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আজ মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, শরিক হিসেবে একবারও জানায়নি! যদিও তেমনটা মানতে চাইছে না কংগ্রেস। 'দেশ শুদ্ধু সবাই জানে শুধু উনি জানেন না', কটাক্ষ করেছে সিপিএম। 


তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'ওরা যে আজ থেকে ‍র‍্যালি করেছে আমাদের একবারও, অ্যাজ এ ম্যাটার অফ ট্রাস্ট, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স, আমাকে একবারও জানিয়েছে, দিদি আপনার রাজ্যে যাচ্ছি! না, জানায়নি। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী বলেন, 'যিনি একবার বিশ্বাসঘাতকতা করেন, তিনি সবসময় বিশ্বাসঘাতকতা করেন। মাননীয়ার ইতিহাসে আছে, তিনি বিশ্বাসঘাতকতা করেন। তিনি কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, রাজীব গাঁধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তিনি ইন্ডিয়া জোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন এটা স্বাভাবিক ব্য়াপার।' 


অসম থেকে বৃহস্পতিবারই কোচবিহার হয়ে বাংলায় প্রবেশ করছে। রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায়যাত্রা'। আর তার আগের দিনই, ন্যায়যাত্রার বিষয়ে কংগ্রেসের বিরুদ্ধে তাদের কিছুই না জানানোর অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। জোটধর্ম ভাঙার দায় কংগ্রেসের ওপর চাপানোর কৌশল তৃণমূলের? কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, কংগ্রেসের অধ্যক্ষ কথা বলেছেন। রাহুলজি কথা বলেছেন। আমাদের সংগঠনের সেক্রেটারি কথা বলেছেন। আর যদি কোনও লিখিত আমন্ত্রণ পত্র থাকে আমি কপি চেয়ে আপনাদের দিতে পারি। কিন্তু, আমি জানি যে ৩-৪ বার খাড়গেজি, নিজের ভাষণে বলেছেন, সব I.N.D.I.A-র অন্তর্ভুক্ত সব দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন।'


সিপিএম -র কেন্দ্রীয় কমিটি সদস্য়  সুজন চক্রবর্তী বলেছেন, 'সবাই জানে ভারত জোড়ো ন্য়ায় যাত্রা, সবাই জানে, একমাত্র মমতা বন্দ্যোপাধ্য়ায় জানে না, কেন না RSS ওনাকে বলেছে, যে আপনি এখন রাহুল গান্ধী সম্পর্কে একটু বিষোদগার করুন, উনি বিষোদগার করছেন।' 


ভারত জোড়ো ন্য়ায়যাত্রার ১২ তম দিনে বৃহস্পতিবার কোচবিহারের খাগড়াবাড়ি চকে জনসভা করবেন রাহুল গান্ধী।মা ভবানী মোড় থেকে ১৫ কিলোমিটার পদযাত্রা করার কথা রয়েছে তাঁর। এরপর, ফালাকাটায় রাতে থাকবেন তিনি। ২৬ ও ২৭ জানুয়ারি যাত্রার বিরতি। আলিপুরদুয়ার, ফালাকাটা হয়ে রাহুল গান্ধীর ন্য়ায় যাত্রা জলপাইগুড়িতে ঢোকার কথা ছিল ২৮ জানুয়ারি দুপুর বারোটায়। কংগ্রেস সূত্রে খবর, দুপুরের খাওয়ার কথা ছিল জলপাইগুড়ি শহরের ABPC ময়দানে। 


আরও পড়ুন, 'I.N.D.I.A জোটের কফিনে..', মমতার 'একলা চলার ঘোষণা'য় কটাক্ষ মালব্যর


রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, শহরে ওইদিন বিভিন্ন এলাকায় পুলিশে নিয়োগের পরীক্ষা রয়েছে। এদিকে, রাহুল গান্ধীর বাংলায় ভারত জোড়ো ন্য়ায় যাত্রা চলাকালীনই রবিবার রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, ২৯ জানুয়ারি সকালে মেচেদায় কর্মী সম্মেলনে যোগ দেবেন অমিত শাহ। সেদিন বিকেলে সায়েন্স সিটিতে বিদ্বজ্জনদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন তিনি।