সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG Kar medical college and hospital doctor death case) ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজ্য। ইতিমধ্যে রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনরত চিকিৎসকদের আলোচনা হয়েছে একাধিকবার। তা সত্ত্বেও জুনিয়র চিকিৎসদের সব দাবি মেটেনি। এর জেরে এখনও আন্দোলনের রাস্তাতেই রয়েছেন তাঁরা। এর মাঝেই বিভিন্ন পুজো কমিটি আরজি কর কাণ্ডের সুবিচারের দাবিতে দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারের দেওয়া অনুদান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার অভিনব কায়দায় প্রতিবাদ (Unique Protest) জানাল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের (Raiganj ঐতিহ্যবাহী ক্লাব 'বিদ্রোহী'। নিজেদের নামের প্রতি সুবিচার করে প্রতিবাদের নয়া রাস্তায় হেঁটেছে তারা।


স্থানীয় সূত্রে জানা গেছে, এবছর ক্লাবের উদ্যোগে আয়োজিত দুর্গা পুজোর আমন্ত্রণ পত্রের ওপরে ছাপানো হয়েছে আরজি করের সুবিচার সংক্রান্ত লোগো। তাতে লেখা রয়েছে, "আর.জি.কর বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই, উই ওয়ান্ট জাস্টিস।" পাশাপাশি অন্যবছরের মতো এবারেও এই ক্লাব প্রত্যাহার করেছে রাজ্য সরকারি অনুদান।


আসলে ক্লাবের নামেই রয়েছে প্রতিবাদী সত্ত্বা। তাই এবারে আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিদ্রোহ ঘোষণা করছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ঐতিহ্যবাহী ক্লাব 'বিদ্রোহী। যারা আরজি করে নৃশংস ঘটনা ঘটিয়েছে, যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, যারা ঘটনাকে আড়াল করার চেষ্টা করেছে। সেই রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিদ্রোহী ক্লাবের সদস্যরা। সামনেই দুর্গাপুজো। আর মাত্র কয়েক দিনের প্রতীক্ষা। 


কিন্তু তার আগে রাজ্যে যে পৈশাচিক ঘটনা ঘটেছে তাতে মর্মাহত বিদ্রোহী ক্লাব কর্তৃপক্ষ। তাই এবারে পুজোয় আরজি করের ঘটনায় সুবিচারের দাবি জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা। অভিনব কায়দায় তাঁরা প্রতিবাদ জানিয়েছেন। 


বিদ্রোহী ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক মোহিত সেনগুপ্ত জানিয়েছেন, আরজি করে গত ৯ আগষ্ট যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দাজনক। দোষীদের আড়াল করছে সরকার ও প্রশাসন। তথ্যপ্রমাণ লোপাট হয়েছে। দেশজুড়ে আন্দোলন চলছে। যেহেতু পুজোর প্রস্তুতি বেশ কয়েকমাস আগে থেকে শুরু হয়। তাই পুজো তো করতেই হবে। কিন্তু, তার সঙ্গে চাইবেন বিচার। আরজি করের সুবিচারের দাবি ছড়িয়ে দিতে হবে সকলের মধ্যেই। তাই এবারের পুজোয় আরজি করের ঘটনার জন্য 'বিদ্রোহ' ঘোষণা করেছে বিদ্রোহী।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: West Bengal Flood: জল-যন্ত্রণার মাঝেই ত্রাণ নিয়ে ক্ষোভ, দুর্নীতির অভিযোগে সরব গ্রামবাসী