কলকাতা: রোগী মৃত্য়ুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রায়গঞ্জ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে (Raiganj Medical College and Hospital)। ফের চিকিৎসক নিগ্রহের অভিযোগ উঠল। এক মহিলা চিকিৎসক এবং এক নার্সকে গালিগালাজ এবং ধাক্কা দেওয়ার অভিযোগ রোগীর পরিবার ও আত্মীয়দের বিরুদ্ধে।
ফের হাসপাতালে মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগ। রোগী মৃত্য়ুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রায়গঞ্জ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে। রোগী মৃত্য়ুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের এক মহিলা চিকিৎসক এবং এক নার্সকে গালিগালাজ এবং ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল রোগীর পরিবার ও আত্মীয়দের বিরুদ্ধে। দোষীদের শাস্তির দাবিতে গতকাল রাতেই আজ সকাল থেকে পেন ডাউন এবং ওপিডি বন্ধের হুঁশিয়ারি দেন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। এদিকে এদিন রাতেই ২ জনকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। আজ অভিযুক্তদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হবে।
এদিকে ধর্মতলার অনশন মঞ্চে ৭ জন এবং উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজে ২জন জুনিয়র ডাক্তার। অনশন চালিয়ে যাওয়ার পাশাপাশি, পঞ্চমীর দিন জোড়া কর্মসূচি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। আজ বিকাল সাড়ে চারটেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের পাশাপাশি, রাজ্যের সর্বত্র সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করা হল। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও নার্সরাও এতে অংশ নেবেন। জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে এখনও সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে সব জুনিয়র ডাক্তারকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্য়সচিব।
শনিবার, রাত সাড়ে আটটা থেকে, ধর্মতলায় আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। বায়ো টয়লেট বসানো নিয়ে সোমবার সকালেও পুলিশের সঙ্গে একপ্রস্ত বাদানুবাদ হয় জুনিয়র ডাক্তারদের। সন্ধেয় অনশনস্থলে চৌকি, টেবিল-চেয়ার নিয়ে যেতে বাধা দিলে, বউবাজার থানার পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় জুনিয়র ডাক্তারদের। ধীরে ধীরে তাঁদের সঙ্গে যোগ দেন আরও অনেকে। রাত অবধি বউবাজার থানার সামনে অবস্থান চলে। শেষ রাত দশটা নাগাদ চৌকি নিয়ে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। তবে ভ্য়ান আটকে রাখা হয়। তাতে অবশ্য় দমেননি জুনিয়র ডাক্তাররা। কাঁধে করে চৌকি নিয়ে, হেঁটেই বউবাজার থেকে ধর্মতলার উদ্দেশে রওনা দেন জুনিয়র ডাক্তাররা। স্বচ্ছতার স্বার্থে অনশন মঞ্চে সিসিটিভি ক্যামেরা লাগানোর পাশপাশি দুটি LED স্ক্রিনও লাগিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেখানে অনশন মঞ্চের লাইভ স্ট্রিমিং দেখানো হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।