কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা পাঠ্যক্রমের ৭৫ বছর উদযাপনের সূচনা অনুষ্ঠানে উপাচার্যের গলায় উঠে এল আর জি কর-কাণ্ড এবং উৎসব চাপিয়ে দেওয়ার প্রসঙ্গ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।


উপলক্ষ সার্ধ্বশতবর্ষ পেরনো কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা পাঠ্যক্রমের ৭৫ বছরের উদযাপনের সূচনা। ১৯৫০ সালে, এই বিশ্ববাদ্যলয়ে সাংবাদিকতার দু-বছরের স্নাতকোত্তর কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। দীর্ঘ ইতিহাস পেরিয়ে ৭৫ বছর উদযাপনের সূচনাপর্বে সেনেট হলে খোদ উপাচার্যের গলায় উঠে এল আর জি কর-কাণ্ড এবং উৎসব চাপিয়ে দেওয়ার প্রসঙ্গ।

আর জি কর কাণ্ডে রাজ্য়জুড়ে প্রতিবাদের আবহে সবাইকে উৎসবে ফেরার আহ্বান জানিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেছিলেন, আমি অনুরোধ করব। পুজোতে ফিরে আসুন। উৎসবে ফিরে আসুন। 

সোমবার উৎসব প্রসঙ্গে মুখ খুলে কড়া সমালোচনা করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য শান্তা দত্ত । তিনি বলেন, "কর্মক্ষেত্রে একটি মেয়ের এই ধরনের ধর্ষণ এবং মৃত্যু যার প্রতিবাদ করার জন্য, আজ বাচ্চা বাচ্চা ছেলেরা মঞ্চের উপরে অনশন করে রয়েছেন। আমি বলতে চেয়েছি, প্যান্ডেল দেখতে সেজেগুজেতে সবাইকে বেরোয়, সেজেগুজে বেরিয়ে যাঁরা মানুষের মঙ্গলের জন্য উপবাসে রয়েছেন, তাঁদের একবার দেখে যেও। এটা চাপিয়ে দেওয়া উৎসব। আমি মনে করি তাই। ধর্ম বিশ্বাস নিয়ে আমার কোনও বক্তব্য নেই। কারো আছে, কারো নেই। দুর্গাপুজো অঞ্জলি দিতে চায় দেবে। কিন্তু উৎসবের যে আনন্দ, জোর করে একটা চাপিয়ে দেওয়া হচ্ছে মানুষের মনে !"


এনিয়ে অবশ্য পাল্টা জবাব দিতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল কংগ্রেস প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "ওঁকে তো শুনেছি ওঁর রাজ্যপাল জোর করে চেয়ারে চাপিয়ে দিয়েছেন। সেই চেয়ারটাও কতদিন থাকবে তার নেই কোনও ঠিক। সুতরাং, আমার মনে হয় বাংলার উৎসবকে অপমান করার কোনও অধিকার উপাচার্যের নেই। প্রতিবাদ প্রতিবাদের জায়গায় থাকবে। উৎসব উৎসবের জায়গায় থাকবে। উৎসবের এত বড় অর্থনীতি...বহু শ্রমজীবী মানুষ জড়িত, তাঁদের বঞ্চিত করার অধিকার কারো নেই।"

৭৫ বছর উদযাপন উপলক্ষ্য়ে ডাক টিকিট প্রকাশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণও করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেট থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল করেন সাংবাদিকতা বিভাগের বর্তমান এবং প্রাক্তনীরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে