নয়াদিল্লি: দিল্লির রাজেন্দ্রনগরে UPSC-র কোচিং নিতে গিয়ে প্রাণ হারিয়েছে ৩ পড়ুয়ার। হঠাৎ বৃষ্টিতে জলে ডুবে যায় রাজেন্দ্রনগরে ওই UPSC-র কোচিং সেন্টারের বেসমেন্ট। জলমগ্ন হয়ে পড়ে বেসমেন্টে কোচিং সেন্টারের লাইব্রেরি। তাতে ডুবেই মৃত্যু হয় কেরল, তেলঙ্গানা ও উত্তরপ্রদেশের ৩ IAS পড়ুয়ার। আর এই ঘটনায় অবশেষে নীরবতা ভাঙলেন দৃষ্টি আইএএস কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা বিকাশ দিব্যকীর্তি (Vikas Divyakirti)। 


কী বললেন বিকাশ দিব্যকীর্তি? 


লক্ষ লক্ষ পড়ুয়ার স্বপ্ন সফল করার রাস্তা দেখিয়ে দেয়ে UPSC কোচিং সেন্টারের হাব দিল্লির রাজেন্দ্রনগর। এই মর্মান্তিক ঘটনার পর একাধিক কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছে প্রশাসন। যার মধ্যে অন্যতম বিকাশ দিব্যকীর্তির দৃষ্টি আইএএস কোচিং সেন্টার। এই ঘটনার পর থেকেই বিকাশের উপর ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। এপ্রসঙ্গে বিকাশ দিব্যকীর্তি বলেনস "আমি টার্গেট করছি কারণ এই ধরনের ক্ষেত্রে সবাই বলির পাঁঠা চায়। তাতে বিষয়টা অনেক সহজ হয়ে যায়। প্রশাসনের পক্ষে সহজ কারণ, একজনের নাম জুড়ে গেল। সামজের ক্ষেত্রেও তারা একজনকে পেয়ে যায় দোষী সাব্যস্ত করার জন্য। প্রতিযোগিরা মনে করেন, হিসেব বরাবর হয়ে যাবে এই সুযোগে। পড়ুয়াদের ক্ষোভের কারণ এটাই যে আমি কেন ওঁদের সঙ্গে নেই। তাঁদের ক্ষোভের কারণ যুক্তিসঙ্গত। হয়ত ওঁদের আরও অনেক বেশি আশা ছিল আমার উপর। আমি একটা বিষয় খুশি যে ওঁরা মনে করেন আমার ওঁদের পাশে দাঁড়ানো উচিত ছিল। আমি কৃতজ্ঞ এই ক্ষোভের কারণ।''


কীভাবে বেসমেন্টের ১২ ফুট জলের তলায় চলে গেল? দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। দিল্লির মেয়র জানান, বেআইনিভাবে বেসমেন্ট চত্বরকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল। এই ঘটনায় ইতিমধ্যেই UPSC কোচিং সেন্টারের মালিক ও কোঅর্ডিনেটরকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লির মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (MCD) নিরাপত্তা সহ একাধিক নিয়ম লঙ্ঘনের জন্য দৃষ্টি IAS সহ বেশ কয়েকটি কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছে। ৩ পড়ুয়ার আকস্মিক মৃত্যু হয়েছে। ওই ঘটনার পর থেকে প্রতি রাতে যখন ঘুমাতে যাচ্ছি, বারবার মনে হচ্ছে ওই মুহূর্তটা কতটা কষ্টকর ছিল ওঁদের কাছে। বেশ কয়েকবার এরকম হয়েছে নদীতে সাঁতার কাটতে গিয়ে নাকে জল ঢুকে গিয়েছে। ডুবতে ডুবতে বেঁচে গিয়েছি। শেষ মুহূর্তে তাঁরা কী করছিল, কীভাবে বাঁচার চেষ্টা করছিল বারবার সেটাই মনে হচ্ছে আমার। এই ঘটনার পর যাঁরা আন্দোলন করছেন তাঁদের সঙ্গে কথা বলতে গেলে আদৌ তাঁরা কথা শুনবেন কিনা তা নিশ্চিত নই। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর সঙ্গে আমার বৈঠক হয়েছে। সেই মিটিংয়ে কয়েকজন ছাত্রও এসেছিলেন এবং অনেক প্রতিষ্ঠানের মালিকও ছিলেন। সেখানে ডিডিএ, এমসিডি, দমকল বিভাগ, মুখ্য সচিব থেকে দিল্লি সরকারের শীর্ষ আধিকারিকরাও ছিলেন।"


স্বপ্ন দেখেছিলেন আইএসএস হওয়ার, ঘর ছেড়ে দিল্লিতে এসেছিলেন কোচিং নিতে। আর সেই কোচিং সেন্টারেই নিমেষে ঘনিয়ে এসেছে মৃত্যু। প্রশ্ন উঠছে তিনটে তিনটে প্রাণ চলে যাওয়া আসলে দোষী কে? এবিষয়ে বিকাশ দিব্যকীর্তির প্রতিক্রিয়া, "এটা কোচিং ইনস্টিটিউটের একটি বড় দায়িত্ব। এটা সংশোধন করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করতে প্রস্তুত। আমরা এমন কিছু করব না যা দিল্লিতে অনুমোদিত নয়। আমরা শুধুমাত্র অনুমোদিত ভবনেই কাজ করব।"


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Train Accident: লাইনচ্যুত হাওড়া-মুম্বই মেলের ১৮টি বগি, এক বছরে দেশের নানা প্রান্তে দুর্ঘটনার কবলে ট্রেন