নয়াদিল্লি: 'উত্তরণ' (Uttaran) খ্যাত টেলিভিশন অভিনেত্রী রেশমি দেশাই (Rashami Desai) সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খোলেন তাঁর সাড়ে ৩ কোটি টাকার দেনা প্রসঙ্গে। ছিল না থাকার জায়গা। রাত কাটিয়েছেন গাড়ির ভিতরে (Homeless Actress)। তারপর?


গৃহহীন রেশমি দেশাই, দিন কাটান 'অডি' গাড়িতে


সম্প্রতি পারস ছাবড়ার পডকাস্টে (Paras Chhabra's podcast) নিজের জীবনের এক 'অন্ধকার' অধ্যায়ের প্রসঙ্গে কথা বলেন রেশমি। অভিনেতা নন্দীশ সান্ধুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরপরই কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় তাঁকে। পডকাস্টে তিনি বলেন, 'আমি সেই সময় একটা বাড়ি কিনি আর প্রায় আড়াই কোটি টাকা লোন নিই। সব মিলিয়ে, মোট ৩.২৫ থেকে ৩.৫ কোটি টাকার দেনায় ডুবে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম সবকিছু ঠিক আছে, কিন্তু তারপর হঠাৎই একদিন আমার শো বন্ধ হয়ে গেল।'


কীভাবে পরিস্থিতির মোকাবিলা করেন রেশমি?


কঠিন দিনগুলির কথা মনে করে রেশমি বলেন, 'আমি প্রায় ৪ দিন টানা রাস্তায় ছিলাম, আমার অডি এ৬ গাড়িতে ঘুমোতাম। আমার সমস্ত জিনিসপত্র আমার ম্যানেজারের বাড়িতে ছিল, এবং পরিবারের থেকে একেবারে বিচ্ছিন্ন ছিলাম। আমি রিক্সাওয়ালাদের থেকে ২০ টাকার খাবার খেতাম, প্লাস্টিকে করে আসত, ডাল, ভাত আর দুটো রুটি। কখনও কখনও খাবারে কাঁকড়ও থাকত, কিন্তু আমি খেয়ে নিতাম।' অডিতে ঘুমনোর ব্যাপারে হাসলেও ওই চারদিন খুব চ্যালেঞ্জিং ছিল বলে স্বীকার করেন অভিনেত্রী। 


তিনি আরও বলেন, 'আমার ডিভোর্সের পর আমার বন্ধুরাও ভেবেছিল যে আমার সঙ্গে থাকা কঠিন কারণ আমি খুব খোলাখুলি বলতে পারি না সব এবং নিজের খোলসে ঢুকে যেতাম। আমার পরিবার বিশ্বাস করত যে আমার সমস্ত সিদ্ধান্ত ভুল।'


যদিও তাঁর ভাগ্যের চাকা ঘোরে যখন তাঁর কাছে 'দিল সে দিল তক' শোয়ের প্রস্তাব আসে, যেখানে তাঁকে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর বিপরীতে অভিনয় করতে দেখা যায়। তিনি বলেন, 'আমি যা হোক করে লোন দিয়ে দিয়েছিলাম কিন্তু প্রচণ্ড চিন্তায় কাটাতাম, ঘুমোতে পারতাম না, সারাক্ষণ কাজ করতাম। একটা সময়ে, মনে হয়েছিল এর থেকে মৃত্যু ভাল।' তবে সেই পরিস্থিতি থেকে বের হতে তাঁকে সাহায্য করেন তাঁর কয়েকজন সহকর্মীরা, টিম মেম্বাররা, জানান অভিনেত্রী। যোগব্যায়ামও সাহায্য করে তাঁকে।


 






আরও পড়ুন: Tollywood Shooting Issue: বুধবার থেকে ফের চেনা ছন্দে স্টুডিওপাড়া, 'টেকনিশিয়ানরা ফ্লোরে' ফিরবেন, জানাল ফেডারেশন


১২ লক্ষ টাকার লোন শোধ করতে তাঁর অডি এ৬ ১৫ লক্ষ টাকায় বিক্রি করে দেন তিনি। মজা করে রেশমি বলেন, 'তারপর আমি ইনোভা কিনি। অন্তত তাতে ঘুমোতে তো পারব। অডিতে ঘুমোতে খুব অস্বস্তি হত।' রেশমি ও পারস, দু'জনেই 'বিগ বস ১৩'-এর প্রতিযোগী ছিলেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।