কলকাতা : সারনা ধর্মের স্বীকৃতি, ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দিরকে (Jharkhand Pareshnath Temple) আদিবাসী জনজাতির হাতে তুলে দেওয়া-সহ একাধিক দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযান নামে একটি সংগঠনের ডাকে জেলায় জেলায় চাক্কা জ্যাম। বিভিন্ন স্টেশনে রেল অবরোধের (Rail Blockade) জেরে আটকে পড়েছে ট্রেন। ভোগান্তির শিকার যাত্রীরা। 


কোথায় কোথায় দুর্ভোগ ?


মালদার আদিনা স্টেশনে সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয়েছে রেল অবরোধ। অবরোধের জেরে সামসি স্টেশনে ডাউন শতাব্দী এক্সপ্রেস, কুমারগ্রাম স্টেশনে কুলিক এক্সপ্রেস, একলাখি স্টেশনে তেভাগা এক্সপ্রেস ও মালদা স্টেশনে দাঁড়িয়ে গৌড় লিঙ্ক এক্সপ্রেস। 


পুরুলিয়াতেও চলছে রেল অবরোধ। সকাল পৌনে ৭টা থেকে আদ্রা-চাণ্ডিল শাখার কাঁটাডি স্টেশনে অবরোধ শুরু করেন আদিবাসীরা। অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে লোকাল ও দূরপাল্লার ট্রেন। 


সকাল সাড়ে ৮টা নাগাদ পূর্ব বর্ধমানের জৌগ্রাম স্টেশনের কাছে লেভেল ক্রসিং অবরোধ করেন আদিবাসীরা। স্টেশনে ঢোকার মুখে আটকে পড়ে হাওড়া-বর্ধমান কর্ড লোকাল। অবরুদ্ধ হয়ে পড়ে জৌগ্রাম-মেমারি রোড। মিনিট ২০ পর GRP, RPF ও জামালপুর থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের হটিয়ে দেয়।


পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে সকাল ৬টা থেকে রেল অবরোধ শুরু হয়। রেল পুলিশের হস্তক্ষেপে দে়ড় ঘণ্টা পর অবরোধ তুলে নেন আদিবাসীরা। জাতীয় সড়ক অবরোধের পরিকল্পনা থাকলেও, তা বাতিল করা হয়। 


সম্প্রতি সাঁওতালি ভাষায় পঠনপাঠনের পরিকাঠামো তৈরি-সহ ন'দফা দাবিতে রাজ্য জুড়ে ১২ ঘণ্টা চাক্কা জ্যাম করে বিক্ষোভ দেখায় ভারত জাকাত মাঝি পরগানা মহল (Adivasi Protests in West Bengal)। আদিবাসী সংগঠনের এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ আটকে থাকে বাস, গাড়ি, পণ্যবাহী ট্রাক। পথে বেরিয়ে দিনভর ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ (Chakka Jam)।


পশ্চিম বর্ধমান, মালদা, উত্তর দিনাজপুরে দফায় দফায় বিক্ষোভ, অবরোধ চোখে পড়ে। তার জেরে কোথাও রাস্তার মাঝখানে ধামসা-মাদল বাজিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায় বিক্ষোভকারীদের। কোথাও আবার তির-ধনুক হাতে দাঁড়িয়ে পড়েন তাঁরা। অবরোধের জেরে ব্য়স্ততম ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ব্যস্ত সময়ে সারি দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়- গাড়ি, বাস, পণ্যবাহী ট্রাককে।


সাঁওতালি ভাষায় পঠনপাঠনের পরিকাঠামো তৈরি-সহ ৯ দফা দাবিতে ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে এ ভাবেই জেলায় জেলায় চলল ১২ ঘণ্টার চাক্কা জ্যাম।


আরও পড়ুন ; আপন ভাষায় শিক্ষার অধিকার চেয়ে রাস্তায়, আদিবাসী বিক্ষোভে দিনভর উত্তাল রইল বাংলা