কলকাতা: উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলছে। কিন্তু আষাঢ়েও বর্ষাবিমুখ দক্ষিণে। একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি (Weather Update)। বহাল আর্দ্রতাজনিত অস্বস্তিও। এরইমধ্যে প্রশ্ন হল দক্ষিণবঙ্গে কমে নামবে বৃষ্টি? কবে দেখা যাবে বর্ষার মুখ?


আবহাওয়ার আপডেট: প্রবল বৃষ্টি়র জেরে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। ক্রমশ বিপজ্জনক রূপ নিচ্ছে তিস্তা-তোর্সা-জলঢাকার মতো নদীগুলি। লাগাতার বৃষ্টিতে ধস নেমে আপাতত বন্ধ রয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। বন্ধ দার্জিলিং-কালিম্পং সংযোগকারী রাস্তাও। এখনই পাহাড়ে বৃষ্টি কমার সম্ভাবনা নেই বলে আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এখনও জারি তাপপ্রবাহের সতর্কতা। 


উত্তরবঙ্গের আবহাওয়া: আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।



  •  ২০.০৬.২৪: ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পঙে।

  • ২১.০৬.২৪: ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহারে। জারি কমলা সতর্কতা। 


 





দক্ষিণবঙ্গের আবহাওয়া:
দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 



  • ১৮.০৬.২৪: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলিতে। সঙ্গে বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া।  

  • ১৯.০৬.২৪: বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে কমলা সতর্কতা।

  • ২০.০৬.২৪: ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে

  • ২১.০৬.২৪: দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Kanchanjunga Express Train Accident News: 'গত ১০ বছরে রেল দুর্ঘটনা বেড়েছে' মোদি সরকারকে নিশানা রাহুলের