কলকাতা: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjunga Express Train Accident)। সোমবার সাত সকালে ফাঁসিদেওয়ার কাছে পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি। শেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে। মৃতদের তালিকায় রয়েছেন, মৃত্যু মালগাড়ির দুই চালক ও ট্রেনের গার্ডও। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন রাহুল গাঁধী। রেলমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন বিরোধীরা।
সরকারের বিরুদ্ধে সরব: চলতি মাসেই তৃতীয়বারের জন্য় প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। ফাঁসিদেওয়ার ভয়াবহ রেল দুর্ঘটনা নিয়ে, বিজেপি সরকারকে নিশানা করে এক্স হ্যান্ডেলে রাহুল গাঁধী লিখেছেন, " পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় মৃত্যুর খবর অত্য়ন্ত দুঃখজনক। স্বজনাহারাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। সরকারের উচিৎ দ্রুত ক্ষতিপূরণের বন্দোবস্ত করা। উদ্ধারকাজে সাহায্য করতে অনুরোধ করব কংগ্রেসের কর্মীদের। মোদি সরকারের অব্যবস্থা ও গাফিলতির ফলে গত ১০ বছরে রেল দুর্ঘটনা বেড়েছে। প্রতিদিন যাত্রীদের জীবন ও সম্পত্তির ক্ষতি হচ্ছে। আজকের দুর্ঘটনা এর আরও একটা উদাহরণ। দায়িত্ববান বিরোধী দল হিসেবে আমরা এই ভয়ানক গাফিলতি নিয়ে প্রশ্ন তুলব এবং এই সব দুর্ঘটনার জন্য মোদি সরকারকেই দায়ী করব।''
দ্বিতীয়বারের জন্য় রেলমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপি সাংসদ অশ্বিনী বৈষ্ণব। ফের ভয়ঙ্কর রেল দুর্ঘটনার পর বিরোধীরা রেলমন্ত্রীর ইস্তফার দাবিতে সরব হয়েছে। রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে RJD। প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব সোশাল মিডিয়ায় লিখেছেন, 'দেশে পর পর হওয়া রেল দুর্ঘটনার দায় কার?'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।