কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: দ্রুত নিয়োগের দাবিতে এবার হামাগুড়ি দিয়ে রাজভবন অভিযানে নামল চাকরিপ্রার্থীদের ১১টি সংগঠন। যদিও, রাজভবন অবধি যাওয়ার অনেক আগেই, ১৪৪ ধারা জারি থাকার কথা জানিয়ে শহিদ মিনার চত্বরেই চাকরিপ্রার্থীদের আটকে দেয় পুলিশ। পরে পুলিশের শর্ত মেনে চাকরিপ্রার্থীদের একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়ে স্মারকলিপি জমা দেয়।
চাকরি চেয়ে পথে: অভিযোগ, বঞ্চনায় ভেঙে গেছে শিরদাঁড়া, দাবি শুধু সসম্মানে বাঁচার। নিয়োগের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। গাঁধীমূর্তির পাদদেশে ৭৬৮দিন ধরে আন্দোলন করছেন। আন্দোলনকারীদের ১১টি সংগঠন একসঙ্গে রাজভবন অভিযান। হামাগুড়ি দিতে দিতে রাজভবনের দিকে। দাবি একটাই। দ্রুত নিয়োগ চাই। এদিন আন্দোলনকারীরা বলেন, সরকার আমাদের শিরদাঁড়া ভেঙে দীর্ঘবছর ধরে বঞ্চিত করে রেখেছে, অবিলম্বে এর মুক্তি চাই। বাঁচতে চাই সসম্মানে।
হামাগুড়ি দিয়ে রাজভবন অভিযানে নামলেন চাকরিপ্রার্থীদের ১১টি সংগঠন।কখনও রোদে, বৃষ্টিতে, কখনও উৎসবে আনন্দের দিনগুলোতে গাঁধীমূর্তির পাদদেশ, মাতঙ্গিনী হাজরার পাদদেশে ধর্নায়-আন্দোলনে কেটেছে দিন। কখনও দণ্ডি কেটেছেন, কখনও আন্দোলনে নেমে জুটেছে পুলিশের কামড়। আর এবার, বৈশাখের তপ্ত রাস্তায়, হামাগুড়ি দিলেন ভবিষ্যতের কারিগররা।দাবি একটাই, দ্রুত নিয়োগ চাই।
নিয়োগের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। গাঁধীমূর্তির পাদদেশে ৭৬৮দিন ধরে আন্দোলন করছেন। আন্দোলনকারীদের ১১টি সংগঠন একসঙ্গে রাজভবন অভিযান। হামাগুড়ি দিতে দিতে রাজভবনের দিকে। দাবি একটাই। দ্রুত নিয়োগ চাই। শুক্রবার, রাজভবন অবধি যাওয়ার অনেক আগেই, ১৪৪ ধারা জারি থাকার কথা জানিয়ে শহিদ মিনার চত্বরেই চাকরিপ্রার্থীদের আটকে দেয় ময়দান থানার পুলিশ। শুরু হয় বচসা। পরে পুলিশের শর্ত মেনে চাকরিপ্রার্থীদের একটি প্রতিনিধি দল রাজভবনে পৌঁছয়। রাজ্যপাল না থাকায়, সচিবালয়ে স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে নিয়োগের দাবি তোলেন তাঁরা।
আরও পড়ুন: Tapas Saha Update: পোড়া চিহ্নের হদিশ! পুকুরপাড় থেকে তাপস সাহার নামে নথি উদ্ধার