কলকাতা: সরকারিভাবে রাজ্য পুলিশের (West Bengal Police) ডিজির দায়িত্ব নিলেন রাজীব কুমার। আজ দুপুর পৌনে ১টা নাগাদ ভবানীভবনে যান রাজীব কুমার। সেখানে ছিলেন সদ্য প্রাক্তন ডিজি মনোজ মালব্য। দু-জনের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের পর দায়িত্ব গ্রহণ করেন রাজীব কুমার। ভবানীভবনে প্রায় ১ ঘণ্টা থাকার পরে বেরিয়ে যান রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার। 


দায়িত্ব নিলেন রাজীব কুমার: বুধবারই মনোজ মালব্যর মেয়াদ শেষ হয়েছে। সেই জায়গাতেই আনা হল রাজীব কুমারকে। এদিন সরকারিভাবে দায়িত্ব রাজ্য পুলিশের ডিজি হিসেবে দায়িত্ব নিলেন তিনি। সেই সঙ্গে তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিবের দায়িত্বও সামলাবেন রাজীব কুমার। ২০১৩ সালে সারদাকাণ্ডের তদন্তে গঠিত সিটের প্রধান ছিলেন রাজীব কুমার। তখন তিনি বিধাননগরের পুলিশ কমিশনার। সারদা মামলাতেই গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ। সারদাকাণ্ডে সিটের প্রধান থাকাকালীন রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য়প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল।


কলকাতার পুলিশ কমিশনার হওয়ার পর, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে তাঁর বয়ান রেকর্ড করে সিবিআই। এরপর তাঁর বাসভবনেও পৌঁছে যান সিবিআই অফিসাররা। যা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। যার জায়গায় রাজীব কুমার ডিজিপি হয়ে এলেন, সেই মনোজ মালব্য়কে ৩ বছরের জন্য় রাজ্য় পুলিশের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে। ডিসেম্বরে মেয়াদ শেষ হতে চলেছে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। সূত্রের দাবি, তাঁর জায়গায় নতুন মুখ্যসচিব হতে চলেছেন ভগবতী প্রসাদ গোপালিকা। যিনি বর্তমানে রাজ্য়ের স্বরাষ্ট্রসচিব।


এদিকে প্রশাসনিক স্তরে এই রদবদল হতেই গতকাল বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, "রাজীব কুমার একজন দক্ষ পুলিশ অফিসার। মাঝখানে কিছু টানাপোড়েন গেছিল।বহুকাল বাদে মাননীয়া মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল। তো উনি DG পদে এসেছেন, নিশ্চই ভাল খবর, একজন দক্ষ IPS, ভাল থাকুন, ভাল করে কাজ করুন, শুধু দেখবেন যে আমার মতো, কোনও নির্দোষকে যেন, কারও না কারও নির্দেশে কখনও বলি দিতে যাবেন না। তাহলে তার পরের দিনগুলো ভগবান ভাল দেন না।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Christmas Carnival 2023: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও হাওড়ায় কার্নিভাল ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব তুঙ্গে