আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলছেই। এর পাশাপাশি রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতিও চলছে জোর কদমে। আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলা থেকে রাজ্যসভার পাঁচটি আসনে নির্বাচন। সেই উপলক্ষে মঙ্গলবার মনোনয়ন জমা দিলেন তৃণমূলের সুস্মিতা দেব, নাদিমুল হক এবং বিজেপি-র শমীক ভট্টাচার্য। (Rajya Sabha Elections 2024)
সুস্মিতা দেব, ২০২১ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এর পরই মানস ভুঁইয়ার ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। গত বছর তাঁর আসনে মেয়াদ শেষ হলে সুস্মিতাকে রাজ্যসভায় পাঠায়নি তৃণমূল। কিন্তু এক বছরের মধ্যেই তাঁকে সংসদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এই নিয়ে দ্বিতীয় বার সুস্মিতা দেবকে মনোনীত করল জোড়াফুল শিবির। (TMC vs BJP)
রাজ্যসভার আসনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে এদিন দলের সুরেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন সুস্মিতা। তিনি বলেন, "পর পর দুই বার রাজ্যসভায় পাঠানো হল আমাকে। উত্তর-পূর্বের রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের আচরণ বঞ্চনামূলক।" লোকসভা নির্বাচনের আগে মহিলা সংরক্ষণের ঘোষণা কলেও, কেন্দ্রীয় সরকার ওই সংরক্ষণ কবে কার্যকর করবে, তা কারও জানা নেই বলেও এদিন মন্তব্য করেন সুস্মিতা।
আরও পড়ুন: Farmers Protest 2.0: লোকসভা নির্বাচনের আগে ফের পথে, যে দাবি নিয়ে আবারও আন্দোলন কৃষকদের
বিদায়ী চার সাংসদের মধ্যে এবার তিন জনকে আর রাজ্যসভায় ফেরত পাঠায়নি তৃণমূল। তবে, এক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রম নাদিমুল হক। এদিন মনোনয়নপত্র জমা দিতে গিয়ে তাই তিনি বলেন, "এই নিয়ে তৃতীয় বার আমাকে রাজ্যসভায় পাঠানো হল। দলের কাছে আমি কৃতজ্ঞ।"
এদিকে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব, বাংলা থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যর নাম ঘোষণা করেছে, এতদিন রাজ্য বিজেপি-র মুখপাত্রের ভূমিকা পালন করেছেন। মঙ্গলবার তিনিও মনোনয়ন জমা দেন বিধানসভায় গিয়ে। এর আগে, ২০১৪ সালের লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে বিজেপি-র হয়ে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন শমীক।
তবে ওই বছরই বিধানসভা উপনির্বাচনে বসিরহাট দক্ষিণ থেকে জয়ী হন শমীক। যদিও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে হারের মুখ দেখতে হয় তাঁকে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রে সৌগত রায়ের কাছেও হারতে হয় শমীককে। রাজ্যসভার প্রার্থীর হয়ে শমীক জানিয়েছেন, তাঁকে রাজ্যসভায় পাঠানোর জন্য দলের কাছে কৃতজ্ঞ তিনি।
যদিও, রাজ্য়সভার প্রার্থিপদেও বাংলাকে বঞ্চনার অভিযোগে, তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, "মুখে শুধু বাংলা বাংলা। অসম থেকে একজনকে, আর দিল্লি থেকে একজনকে প্রার্থী করেছে তৃণমূল। আমরা বাংলার সদস্যকে পাঠালাম।" দিল্লি থেকে বলতে এখানে শুভেন্দু সাংবাদিক সাগরিকা ঘোষকেই বুঝিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল, যাঁকে রাজ্যসভার প্রার্থী করেছে তৃণমূল।
আগামী ১৫ ফেব্রুয়ারি রাজ্যসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। জানা গিয়েছে, সেদিনই মনোনয়ন জমা দেবেন তৃণমূলের প্রার্থী সাগরিকা এবং মমতাবালা ঠাকুর।