সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রামনবমী (Ramnavami) উপলক্ষে আদ্যাপীঠে (Adyapeath) বিশেষ পুজো। সকাল থেকে ভক্তদের ঢল। কথিত আছে, স্বপ্নে মাতৃ আদেশ পেয়ে আদ্যাপীঠে পুজো শুরু করেন অন্নদা ঠাকুর। আজ থেকে ১০৮ বছর আগে রামনবমী তিথিতে ২৮ জন কুমারীকে নিয়ে শুরু হয় কুমারী পুজো। এখনও এই দিনে দূর-দূরান্ত থেকে আসেন ভক্তরা। কুমারীদের ফুল, মিষ্টি দিয়ে মাতৃরূপে পুজো করা হয়।
এদিকে, আসানসোল লোকসভা উপ নির্বাচনের প্রচারের শেষ দিনে অন্ডালে রামনবমীর শোভাযাত্রায় যোগ দিলেন দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুই।
ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের জন্মদিন হিসেবে দেখা হয় এই তিথিকে। রামচন্দ্রকে শ্রী কৃষ্ণের সপ্তম অবতার হিসেবে দেখা হয়। চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতে পালিত হয় এই উৎসব। চৈত্র মাসের নবরাত্রির নবম দিনে রামনবমী উদযাপিত হয়। এবার রাম নবমী পালিত হবে ১০ এপ্রিল ২০২২, রবিবার। এই দিনে মা দুর্গার নবম রূপ মা সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। এই দিনে লোকেরা ছোট ছোট মেয়েদের ভোজন করাতে হয়। তারপর ব্রত-উপবাস ভঙ্গ করতে হয়।
আরও পড়ুন, রামনবমী উপলক্ষে আদ্যাপীঠে বিশেষ পুজো, মন্দিরে ভক্তদের ভিড়
অন্যদিকে, রাম নবমী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টুইটে বলেন, "দেশের মানুষকে রাম নবমীর শুভেচ্ছা। ভগবান শ্রী রামের কৃপায় সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসুক। জয় শ্রী রাম"। রাম নবমী উৎসব পালন করা হয় ভগবান রামের জন্ম উপলক্ষে।
এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুপুর ১টায় গুজরাতের জুনাগড়ের গাথিলায় উমিয়া মাতা মন্দিরের ১৪তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি । গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০৮ সালে তিনি মন্দিরটি উদ্বোধন করেছিলেন।
অন্যদিকে, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দও এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে তিনি লেখেন, "সমস্ত দেশবাসীকে রাম নবমীর শুভেচ্ছা। মরিয়দা পুরুষোত্তম শ্রী রামের জীবন, তাঁর বিবেক ও উচ্চ আদর্শ সমগ্র মানবতার জন্য নির্দেশনা ও অনুপ্রেরণার উৎস। আসুন আমরা সবাই আমাদের জীবনে ভগবান রামের আদর্শকে ধারণ করে জাতি গঠনে অবদান রাখার অঙ্গীকার করি।"