কোচবিহার: "আমরা এখানে সমস্ত কাজ করছি। আর ওরা টাকা আটকে রাখছে। কি চাষী ভাই-বোনেরা আপনারা আমাদের সাহায্য পান কি পান না? ওরা বলছে আমার নাকি সব জায়গায় টাকা চুরি করেছি। আমি চ্যালেঞ্জ করে বলছি বাংলা চোর নয়। চ্যালেঞ্জ করছি পারলে শ্বেতপত্র প্রকাশ করুন। তা না করে মিথ্যে বদনাম দিচ্ছে। এই সব কথা বলে তিন বছর ধরে ১০০ দিনের টাকা আটকে রেখেছে। আজকে তোমরা বাংলা থেকে সব কেড়ে নিয়ে যাচ্ছো আর কোনও টাকা দিচ্ছ না।" সোমবার কোচবিহারের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করে একথাই বললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়


বিজেপিকে তোপ দেগে তিনি আরও বলেন, "আমরা রাজ্যে আয়ুষ্মান ভারত করিনি। আপনারা জানেন আয়ুষ্মান ভারতের কার্ড বাড়িতে একটা স্কুটার থাকলেও দেবে না। তাই করতে দিইনি।"


আরও পড়ুন: Election 2024:সবুজ হোক বা গেরুয়া, জনসংযোগে চায়ের আড্ডায় ভরসা সব তরফের! বাদ নন অরূপ চক্রবর্তীও


মোদি সরকারকে আক্রমণ করে মমতা বলেন, "স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বলেছে টাকা বাড়াবে। আমাদের রাজ্যেই সব থেকে বেশি এই বিষয়ে উদ্য়োগ নেওয়া হয়। বিজেপি করলে সব সাদা। কালো ঢোকান সাদা হয়ে বেরিয়ে আসবে। তাই বিজেপি করলেই সব মাফ। ওরা ১৫ লক্ষ টাকা করে দেব বলেছিল। কী হল কেউ কি টাকা পেয়েছেন। ওরা কালো টাকাগুলোকে কি সাদা করে নিজেরাই নিয়ে নিল?"


কোচবিহারের সভা থেকে সিপিআইএম ও কংগ্রেসকেও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এখানে জোট করে বিজেপির বিরুদ্ধে লড়াই করার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু, ওরা রাজি হয়নি। ফলে এখানে আমরা একাই বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। কংগ্রেস আর সিপিএম এই রাজ্যে দোস্তি করে আর দেশের অন্য জায়গায় কুস্তি করে। তাই আপনাদের বলব বিজেপিকে দেশ থেকে তাড়াতে গেলে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করুন। আমরাই ঠিক করব দেশকে চালাবে। না হলে বিজেপি দেশের স্বাধীনতা কেড়ে নেবে। ওরা সেই চেষ্টাই করছে। এখানে একজন গুণ্ডা বাইক মিছিল করছে। ১০০-১৫০ জনকে নিয়ে ঘুরছে। পরিষ্কার বলে দিচ্ছি ১৭ তারিখ বিকেলে পরে এসব করা যাবে না।"


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।