শিলিগুড়ি : রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে আজ থেকে বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই (CBI)। কারা হামলা চালিয়েছিল বগটুইয়ে ? পুলিশের কাছে ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ চেয়েছে সিবিআই। গ্রামবাসীদের ফুটেজ দেখিয়ে দুষ্কৃতীদের শনাক্তকরণের চেষ্টা চলছে। এদিকে এই ইস্যুতে আজ শিলিগুড়ির মঞ্চ থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরাসরি হুঁশিয়ারি দিয়ে বললেন, "সিবিআই যদি বিজেপির কথায় কাজ করতে যায়, তাহলে আন্দোলন হবে।"


তিনি বলেন, "আমি এখনও বলছি রামপুরহাটের ঘটনার পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে। সিবিআই নিজের কাজ করুক, আমাদের সহযোগিতা থাকবে। কিন্তু, সিবিআই যদি বিজেপির কথায় কাজ করতে যায়, তাহলে আন্দোলন হবে। আগেও একাধিক মামলার তদন্তভার নিয়েছে সিবিআই, কিন্তু কিছুই হয়নি। নোবেল চুরির তদন্তে এখনও কিছু মেলেনি। নেতাইকাণ্ডে এখনও পর্যন্ত বিচার হয়নি।"


আরও পড়ুন ; "উন্নাওয়ে একটা মেয়েকে জ্বালিয়ে দেওয়া হল কী বিচার হয়েছে ?", বিজেপিকে একহাত মমতার


এদিকে এই পরিস্থিতিতে আজ রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। তিনজনের বয়ান রেকর্ড সিবিআইয়ের। প্রথমে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে যান ডিআইজি সিবিআই অখিলেশ সিংহ। সেখানে ভর্তি এক নাবালক ও তিন মহিলা। সিবিআই সূত্রে খবর, তাঁদের কাছে ঘটনার দিনের কথা জানতে চাওয়া হবে। গোটা ঘটনায় তৃণমূলের অপসারিত ব্লক সভাপতি আনারুল হোসেনের ভূমিকা কী ছিল তাও জানতে চাইবেন তদন্তকারীরা।


এই পরিস্থিতিতে আজ মমতা বলেন, "আগেও বলেছি, এখনও বলছি, সবাই সজাগ থাকুন। কাউকে কিছু অপ্রীতিকর কিছু করতে দেখলেই পুলিশে জানান। পুলিশ ব্যবস্থা না নিলে দরকার হলে আমাকে জানান। যদি কেউ কারও দোষ ধরিয়ে নেন, তাঁকে পুরস্কৃত করব। কারও বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে, মিসড কল দিয়ে জানান। কোথায় কী ঘটছে আমাকে জানাবেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।"