সুজিত মণ্ডল, রানাঘাট: তুলির টানে ফুটে উঠেছে জগন্নাথের মুখ। মাটির মূর্তির ওপর নয় কিন্তু! চন্দ্রমুখী আলুর ওপর। সঙ্গে রয়েছেন বলরাম এবং সুভদ্রাও। রথযাত্রা উপলক্ষ্যে এমনই অভিনবভাবে তিন আরাধ্য দেবতার প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন নদিয়ার রানাঘাটের (Ranaghat) মহাপ্রভু পাড়ার এক গৃহবধূ। আর আলুর ওপর জগন্নাথ (Jagannath), বলরাম (Balaram) ও সুভদ্রার (Subhadra) মূর্তি দেখতে অনেকেই ভিড় করছেন ওই গৃহবধূর বাড়িতে।


আরও পড়ুন: Bankura News: কলকাতায় ক্যাব ভাড়া নিয়ে বিহারে গিয়ে ছিনতাই, পুলিশের জালে আন্ত:রাজ্য গাড়ি পাচার চক্র


রানাঘাটের ১৬ নম্বর ওয়ার্ডের মহাপ্রভু পাড়ার বাসিন্দা শতাব্দী মণ্ডল। সংসারের কাজকর্ম সামলেই গত তিন বছর ধরে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন তিনি। পাশাপাশি কচিকাঁচাদের ছবি আঁকাও শেখান। বরাবরই অন্য কিছু তৈরির ওপর ঝোঁক শতাব্দীর। এর আগেও লাউয়ের ওপর দুর্গার মুখ এবং জীবন্ত কালী সাজিয়েও সমাজমাধ্যমে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। তবে এবার সবকিছু থেকে একেবারে আলাদা কীর্তি করেছেন। জগন্নাথ, বলভদ্র বা বলরামের ও সুভদ্রার মুখ ফুটিয়ে তুলতে বেছে নিয়েছেন প্রায় আড়াইশো গ্রাম ওজনের তিনটি আলু। সেগুলির ওপরেই রং ও তুলি এবং প্রসাধনীর নানা উপকরণ দিয়ে এঁকেছেন তিন দেব-দেবীকে। শুধু রঙের ছোঁয়ায় মুখের আদল তৈরি করাই নয়, সাজসজ্জার সরঞ্জাম দিয়েও সাজানো হয়েছে তাঁদের। 


আরও পড়ুন: Hooghly Mahesh Rath Yatra 2024 : এই বিশেষ দিনেই মাহেশে জগন্নাথ পরেন রুপোর হাত, দর্শনে কী ফল মেলে ?


শতাব্দীর কথায়, "সংসারের সব কাজকর্ম সামলেই অভিনব কিছু করার ইচ্ছে থাকে সবসময়। সেজন্যই ভেবেছিলাম এবার রথযাত্রা উপলক্ষে জগন্নাথদেবকে নতুনভাবে ফুটিয়ে তুলব। ভালো লাগছে যে অনেকেই আমার এই ছোট্ট জগন্নাথকে দেখতে আসছেন।"


শতাব্দী মণ্ডলের বাড়িতে আলুর ওপর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি দেখতে দলে দলে ভিড় জমাচ্ছেন স্থানীয় মানুষরা। খবর ছড়িয়ে পড়তে আশপাশের এলাকার লোকেরাও অপূর্ব এই কীর্তি দেখতেন আসছেন মহাপ্রভু পাড়ায়। তাঁদের মধ্যে অনেকেই এমন মূর্তি কখন দেখেননি বলেও জানাচ্ছেন। প্রতিবেশীরাও খুশি এই মূর্তি দেখে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Birbhum News: মেলেনি ভোট, 'শাস্তি দিতে' টিউবওয়েল সারাইয়ে 'না'! জলকষ্ট গ্রামে, তুঙ্গে তরজা