কৌশিক গাঁতাইত, রানিগঞ্জ: ফের ডাকাতদের টার্গেট হল সেনকো গোল্ড (Gold Shop Dacoity)। ভরদুপুরে রানাঘাটের মতো একই কায়দায় রানিগঞ্জের শোরুমে লুটপাট করে গুলি চালাতে চালাতে পালাল দুষকৃতীরা। পুলিশের সঙ্গে কয়েক রাউন্ড গুলির লড়াইয়ের ছবি ধরা পড়ল সোনার দোকানের বাইরের সিসি ক্যামেরায়। অন্যদিকে, ডাকাতির ঘণ্টা দুয়েকের মধ্যেই আসানসোলের মহিশিলায় গানপয়েন্টে রেখে গাড়ি ছিনতাই করল দুষকৃতীরা। দুই জায়গাতেই একই গ্যাংয়ের যোগ বলে প্রাথমিক অনুমান পুলিশের।


ডাকাতির ঘটনায় আতঙ্ক: ফের সেই সেনকো গোল্ডের সোনার দোকান, গতবছর রানাঘাটের ভয়ঙ্কর স্মৃতি যেন ফিরল রানিগঞ্জে। লুটপাট করে পালানোর সময় সশস্ত্র দুষকৃতীদের সঙ্গে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির অফিসার-ইন-চার্জ মেঘনাদ মণ্ডলের সঙ্গে চলে গুলির লড়াই। এমনকী বুলেট ছিটকে এসে লাগে। রাস্তার ওপরেও ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় গুলির খোল। আসানসোল শিল্পতালুকে ফের দুষ্কৃতীরাজ। দিনেদুপুরে পুলিশের সঙ্গে ডাকাতদের রোমহর্ষক সংঘর্ষের সাক্ষী থাকল রানিগঞ্জ। এনকাউন্টারে রক্তাক্ত হলেও শেষপর্যন্ত বাইকে চড়ে পগারপার হল দুষ্কৃতীরা।

গত বছর পুরুলিয়া শহর এবং রানাঘাটে সোনকো গোল্ডেরই ২টি সোনার দোকানে কার্যত একই ভাবে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ তদন্তে নেমে ঘটনার সঙ্গে বিহারের একটি গ্যাংয়ের যোগসূত্র পেয়েছিল। তখন বিহারের বাসিন্দা বেশ কয়েক জনকে গ্রেফতারও করেছিল পুলিশ। বছর ঘুরতেই কার্যত একই ভাবে রানিগঞ্জের এই ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।রবিবার ভরদুপুরে বাইকে চড়ে এসে সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে লুঠপাট চালাল ৭-৮ জনের ডাকাত দল। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে কয়েক রাউন্ড গুলির লড়াই চলে দুষ্কৃতীদের। সোনার দোকান থেকে গয়না কার্যত সাফ করে  নিয়ে যায় ডাকাতরা। প্রাথমিকভাবে জানা গেছে, দুষ্কৃতীরা কয়েক লক্ষ টাকার অলঙ্কার লুট করেছে। ব্যবসা ও নাগরিকদের নিরাপত্তার স্বার্থে দুষ্কৃতীদের ধরে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে সেনকো গোল্ড কর্তৃপক্ষের তরফে।

এদিকে এর ঘণ্টা দুয়েকের মধ্যেই আসানসোল দক্ষিণ থানার মহিশিলা এলাকায় গান পয়েন্টে রেখে ঘটল গাড়ি ছিনতাইয়ের মতো ঘটনা। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হলেন গাডির মালিক সহ ২ জন। দুই জায়গাতেই একই দুষ্কৃতী-দলের দৌরাত্ম্য বলে প্রাথমিক অনুমান পুলিশের।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Sealdah Train Schedule: নির্ধারিত সূচির আগে শিয়ালদায় শুরু ট্রেন চলাচল, কখন স্বাভাবিক হবে পরিষেবা