আশাবুল হোসেন, দার্জিলিং: ফুচকা বানিয়ে খাইয়েছেন কচিকাঁচাদের। কোলে তুলে হাতে তুলে দিয়েছেন চকোলেট। পাহাড়ে (Darjeeling) ফের অন্য মেজাজে ধরা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে এ বার মোমো বানাতে হাত লাগালেন তিনি। সকালে হাঁটতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফেরার পথে এলাকার মহিলাদের সঙ্গে কথা বলেন। তার পর তাঁদের সঙ্গে মোমো বানাতে বসে যান। 


দার্জিলিংয়ে এ বার মোমো বানালেন মমতা


দার্জিলিঙের (Darjeeling) ভানু ভবনে যখন GTA-র শপথ গ্রহণ তখন পাহাড়ে জনসংযোগে ব্যস্ত মুখ্যমন্ত্রী। রিচমন্ড হিল থেকে সিংমারিতে দার্জিলিং চিড়িয়াখানা পর্যন্ত হাঁটলেন। ছবি তুললেন মোবাইলের ক্যামেরায়। কথা বললেন স্থানীয় বাসিন্দাদের। ফেরার পথে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে হাত মিলিয়ে মোমোও বানালেন মুখ্যমন্ত্রী।


 



আরও পড়ুন: Coal Scam: কয়লাকাণ্ডে বাঘমুণ্ডির বিধায়ক সুশান্তকে তলব ইডি-র, ফের ডাকা হল মন্ত্রী মলয়কেও


বৃহস্পতিবার সকালে জনসংযোগে ফের পাহাড়ের রাস্তায় বার হন মুখ্যমন্ত্রী। রিচমন্ড হিল থেকে সিংমারিতে দার্জিলিং চিড়িয়াখানা পর্যন্ত হেঁটে যান। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গেও কথা বলেন, খোঁজ-খবর নেন। জানতে চান সুবিধা-অসুবিধার কথা। এর পর রুটি-বেলনা নিয়ে নিজেই বসে পড়েন মোমো বানাতে। লেচি কেটে কেটে, বেলে তুলে দেন এক মহিলার হাতে। তার পর পুর দিয়ে মুড়ে সেদ্ধ করার জন্য রাখতে থাকেন তাঁরা। মমতা নিজেও পুর দিয়ে মোমো মোড়েন।


গত কয়েক দিনে পাহাড় সফরে বার বার এমনই অন্য মেজাজে ধরা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে মঙ্গলবার, দার্জিলিংয়ে ফুচকা বানিয়ে ছোটদের খাওয়ান তিনি। তাঁকে ফুচকা বানাতে দেখে কচিকাঁচা থেকে বয়স্ক, সকলেই ভিড় জমান ফুচকা স্টলের সামনে। তাতে ইতস্তত বোধ করা তো দূর, বরং আলুর পুর, মটর, তেঁতুল জল পুরে সাজিয়ে গুছিয়ে সকলের বাটিতে ফুচকা তুলে দিতে দেখা যায় তাঁকে। 


পাহাড়ে নানা মেজাজে মমতা


বুধবারও হাঁটতে বেরিয়ে কচিকাঁচাদের নিয়ে মেতে ওঠেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। ঝুল বারান্দা থেকে ছেলেমেয়ে নিয়ে ছুটে আসেন বড়রা। তাঁদের মধ্যে থেকে শিশুদের কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী। কৌটো থেকে সকলের হাতে তুলে দিতে থাকেন চকোলেট। গাল টিপে কচিকাঁচাদের আদরও করতে দেখা যায় তাঁকে। তবে এই প্রথম নয়, এর আগেও এমন ভিন্ন মেজাজে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। কখনও  রাস্তার ধারে গুমটিতে ঢুকে বানিয়ে ফেলেছেন চা। পাহাড়ে এর আগেও মোমো বানাতে দেখা গিয়েছিল তাঁকে।