কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমানঃ রথ যাত্রার দিনে অঘটন মেমারির রসুলপুরে (Burdwan Memari)। রথের মেলায় ভেঙে পড়লো নাগরদোলা। আহত ৪। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মেমারির রসুলপুর এলাকায়। স্থানীয় ও পুলিশ  সূত্রে জানা গিয়েছে, নাগরদোলাতে সমস্ত সিটেই আরোহী ছিল। সবে নাগরদোলা ঘুরতে শুরু করে। সেই সময়ই বিপত্তি।নাগরদোলা ভেঙে উপর থেকে চারজন নিচে পড়ে গিয়ে জখম হয়। তাঁদের উদ্ধার করে মেমারী গ্রামীন হাসপাতালে নিয়ে ভর্তি করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ। নাগর দোলার মালিক ও অপারেটর দুজনকেই আটক করেছে পুলিশ।


আরও পড়ুন, জগন্নাথ-বলরাম-সুভদ্রার কাঠের মূর্তি মিলেছিল এখানেই ! প্রায় ৩০০ বছরের পুরনো এই মেলা


জানা গিয়েছে, শুক্রবার রথ যাত্রার রাতে বর্ধমানের মেমারির রসুলপুরে নাগরদোলা ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নাগরদোলা ভেঙে গুরুতর আহত হন ৪ জন।  স্থানীয় ও পুলিশ  সূত্রে জানা গিয়েছে, নাগরদোলাতে সমস্ত সিটেই আরোহী ছিল। সবে নাগরদোলা ঘুরতে শুরু করে, এমন সময়ই বিপত্তি।নাগরদোলা ভেঙে উপর থেকে চারজন যুবক ও যুবতী নিচে পড়ে গিয়ে জখম হয়েছে। তাঁদের উদ্ধার করে মেমারী থানার পুলিশ মেমারী গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কীভাবে এতবড় দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ। নাগর দোলার মালিক ও অপারেটর দুজনকেই আটক করেছে পুলিশ।নাগরদোলাটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে শুধু বর্ধমানের মেমারির রসুলপুরেই নয়, অঘটন কালনাতেও।


এদিন  কালনার জগন্নাথ তলায় রথের দড়ি টানাকে ঘিরে হুড়োহুড়ি। ভিড়ের চাপে কয়েকজন অসুস্থ, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। করোনার কারণে দুবছর রথের উৎসব বন্ধ থাকায় বহু মানুষ রথের দড়ি টানার জন্য ভিড় করেছিলেন। বেশ কয়েকজন মহিলা হুড়োহুড়িতে মাটিতে পড়ে যান। স্বাভাবিকভাবেই রথযাত্রার দিনে এহেন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বর্ধমান এলাকায়। এহেন ঘটনায় রথের মেলার আনন্দ যে মাটিতে মিশেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।