কলকাতা: সুদ ও সিকিউরিটি ছাড়াই জ্যোতিপ্রিয়র পরিবারকে ৯ কোটির ঋণ! 'মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick)  স্ত্রী ও মেয়েকে ৯ কোটি টাকা ঋণ দিয়েছিলেন বাকিবুর', নেপথ্যে অন্য কোনও রহস্য আছে, আদালতে দাবি ইডির। 'ধান কেনার সময় ভুয়ো কৃষকদের নামে অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাৎ', ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে টাকা সরিয়েছেন বাকিবুর, আদালতে দাবি ইডির (ED)। ২২ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়ল বাকিবুর রহমানের (Bakibur Rahaman)।


রেশন বণ্টন দুর্নীতির মামলায় ইডি-র হাতে একের পর এক গ্রেফতারি এবং চাঞ্চল্য়কর সব তথ্য় উঠে আসার পর অবশেষে নড়েচড়ে বসল রাজ্য় সরকার। খাদ্য় দফতরের পোর্টালে, এবার বাকিবুর রহমানের সংস্থা। NPG রাইসমিল প্রাইভেট লিমিটেডকে হোল্ড করা হল। রেশন বণ্টন দুর্নীতির মামলায়। ১৪ অক্টোবর গ্রেফতার হন ব্য়বসায়ী বাকিবুর রহমান। আর ২৭ অক্টোবর ইডি গ্রেফতার করে প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিককে। ইডি সূত্রে দাবি, এই দুর্নীতির তদন্তে নেমে, তাঁরা বাকিবুর রহমানের পাহাড় প্রমাণ সম্পত্তির কথা জানতে পারেন। যার মধ্য়ে ছিল তাঁর একাধিক সংস্থাও। গোয়েন্দা সূত্রে দাবি, ৬টি এমন সংস্থার কথা জানা যায়, যেখানে আটা বণ্টন দুর্নীতির টাকা ঢুকেছিল। এর মধ্য়ে একটি সংস্থা ছিল NPG রাইসমিল প্রাইভেট লিমিটেড। এই সংস্থায় ১০ কোটি ৩০ লক্ষ ৯৭ হাজার ১০০ টাকা ঢুকেছিল বলে তদন্তে জানা যায়। সূত্রের খবর, জ্য়োতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের গ্রেফতারির পর খাদ্য় দফতরের পোর্টালে এই সংস্থাকে হোল্ড হিসেবে দেখানো হয়েছে। 


আরও পড়ুন, অভিষেকের বিরুদ্ধে 'ডায়মন্ডহারবার' কেন্দ্রে নৌশাদ ? কী বললেন TMC-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক