কলকাতা: বছর পেরোলেই লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। ইতিমধ্যেই বেজে গিয়েছে দামামা। আর তার আগে বঙ্গ রাজনীতিতে কি ফিরল নন্দীগ্রামের ছায়া ? একুশের বিধানসভা ভোটের আগের মাস্ট্রারস্ট্রোক দিয়েছিলেন মমতা বন্দ্যোাপাধ্যায় (Mamata Banerjee)। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর  (Suvendu Adhikari) বিপরীতে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি অনেক ভেবেচিন্তে, নব্য-নবীনদের গুরুত্ব দিয়ে মীনাক্ষীকে দাঁড় করিয়েছিল বামেরাও। আর এবার দেখতে দেখতে নভেম্বর। আর একটা মাস। তারপরেই প্রহর গোনা। এবার হয়তো অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে চলেছে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র। সদ্য ডায়মন্ড হারবারে লোকসভার প্রার্থী হতে নৌশাদ সিদ্দিকির ইচ্ছাপ্রকাশ নিয়ে জল্পনা তুঙ্গে রাজ্য রাজনীতিতে। অভিষেক গড় বলে কথা ! আর  '২৪-এ ডায়মন্ড হারবারে নৌশাদের ভোটে লড়াইয়ের জল্পনার মধ্যেই মুখ খুললেন অভিষেক।  পাশাপাশি নিশানা করলেন একযোগে বাম-বিজেপিকে।  


এদিন অভিষেক বলেন , ' অনেকে ডায়মন্ড হারবার থেকে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছে, দাঁড়াক, এটাই গণতন্ত্র।' পাশাপাশি, তিনি আরও বলেন, 'মাথা নত করলে মানুষের কাছে করব, বহিরাগতদের কাছে নয়। ধর্মে ধর্মে বিভেদ, মানুষের টাকা আটকে রাখা জনপ্রতিনিধির কাজ নয়। টাকা নিয়ে সেটিং করাও জনপ্রতিনিধির কাজ নয়, মানুষের পাশে থাকাটাই কাজ। যতদিন ডায়মন্ড হারবারে আছি, ততদিন এখানে বিজেপিকে সাম্প্রদায়িক রাজনীতি করতে দেব না। গুজরাত-উত্তরপ্রদেশের নেতাও ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াতে পারেন। মানুষই ভো-কাট্টা করে দেবে, টাকা ছড়িয়ে কোনও লাভ হবে না। বড় ফুল টাকা দিলে নেবেন, কিন্তু ভোটটা জোড়াফুলেই দেবেন। ভোটের সময় আগেও সংখ্যালঘু তাস খেলেছিল সিপিএম। কিন্তু, যাঁরা সংখ্যালঘু তাস খেলেছিল, তাদের এখন কী অবস্থা সবাই জানে। আমাদের এখানে কাউকে ভাতে মারতে পারবে না কেন্দ্র।'


আরও পড়ুন, 'শুধু আমাকে নয়, মা-বাবা-স্ত্রী সবাইকে...', কড়া বার্তা অভিষেকের


প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে অন্যতম বড় প্রশ্ন, কোন কেন্দ্রে কে দাঁড়াবেন ? এশুধু বিধানসভা ভোটেই নয়, গত লোকসভা উপনির্বাচনেও ঝলক দেখা গিয়েছিল। আসানসোল কেন্দ্রে তৃণমূলের তরফে তারকা মুখ দেখা গিয়েছিল। বড় ভোটের ব্যবধানে জিতেছিলেন শত্রুঘ্ন সিনহা। তবে এবারের ভোট রাজনীতির রণকৌশল ঠিক কোন দিকে যাবে, তা পরিষ্কার করবে ডায়মন্ড হারবারের গত লোকসভা ভোটগুলির পার্থীর স্ট্যাটিক্সটিক্স। তবে ঘুড়ি ভোকাট্টা হবে কিনা, আড়ষ্টতা তৈরি করেছে একটি প্রশ্নই ? ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে কি জোট প্রার্থী নৌশাদ? ডায়মন্ড হারবারে লোকসভার প্রার্থী হতে ইচ্ছাপ্রকাশ নৌশাদ সিদ্দিকির। 'উত্তর থেকে দক্ষিণবঙ্গে সংগঠন সাজানোর কাজ চলছে। যেখানে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারব, সেখানেই প্রার্থী' এর মধ্যে ডায়মন্ড হারবারও আছে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য নৌশাদ সিদ্দিকির।