সুজিত মণ্ডল, সমীরণ পাল, কলকাতা : রেশন দুর্নীতিকাণ্ডে  (Ration Distribution Scam )অত্যন্ত সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি ( ED )। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আতস কাচের তলায় জ্যোতিপ্রিয় মল্লিক ( Jyotipriya Mallik )। এরই মধ্যে নিয়োগ দুর্নীতি, কয়লাপাচার, গরুপাচার মামলার মতো, রেশন দুর্নীতি মামলাতেও এবার উঠে এসেছে এজেন্ট-যোগ! কেন্দ্রীয় এজেন্সির দাবি, দুর্নীতির কালো টাকা প্রভাবশালীদের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এজেন্টরা। ইডি সূত্রে দাবি, ইতিমধ্যে বাকিবুর-সহ বাজেয়াপ্ত মোবাইলগুলি খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। এছাড়া বাকিবুরকে জেরা করে উঠে আসছে নানা ব্য়ক্তির নাম।  অন্যদিকে উত্তর ২৪ পরগনার বনগাঁর কালুপুরে আটা কল ও আটা কলের দুই মালিকের বাড়িতেও হানা দিয়েছে ইডি।  এদিন সকালে কালুপুরে যশোর রোডের ধারে একটি আটা কল ও চাল কলে হানা দেন ED-র অফিসাররা। এরপর দুটি দলে ভাগ হয়ে কালুপুর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বনগাঁ পুরসভার কোড়ার বাগানে আটা কলের দুই মালিক মন্টু সাহা ও কালীদাস সাহার সাহার বাড়িতেও শুরু করেন তল্লাশি। কারা এই মন্টু সাহা ও কালীদাস সাহা ? এরা একদিকে আটা কলের মালিক, এরাই  আবার সল্টলেকের সেক্টর ফাইভের একটি আলিশান হোটেলের মালিক। 

Continues below advertisement

ED সূত্রে দাবি, কালুপুরের রাধাকৃষ্ণ আটা কলে রেশনের গম আনা হত।  রেশন কেলেঙ্কারিতে এই আটা কল মালিকদের ভূমিকা কী ছিল, খতিয়ে দেখছে ED। এই দুই ব্যক্তির  সল্টলেকের সেক্টর ফাইভের একটি হোটেলেও চলছে তল্লাশি। ২০২১ সালে হোটেলের মালিকানা এই তিনজনের হাতে আসে বলে ED-র দাবি।  ED-র দাবি, রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বাকিবুর রহমানকে জেরা করে একাধিক রেশন ডিলার ও ব্যবসায়ীর নাম উঠে এসেছে। তার ভিত্তিতেই বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। তবে কি, বাকিবুরকে মডেল করে রেশন বণ্টন দুর্নীতির টাকা ছড়িয়েছিল হোটেল ব্যবসাতেও? সল্টলেকের হোটেলে ইডি-তল্লাশি। 

রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে শনিবার নদিয়ার রানাঘাটের দুটি জায়গায় হানা দেয় ইডি (ED)। রানাঘাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ওল্ড বহরমপুর রোডে চাল কল মালিক ও রেশন ডিলার নিতাই ঘোষের বাড়িতে তল্লাশি অভিযানচালায় কেন্দ্রীয় সংস্থা। সকাল ৯টা নাগাদ ED-র ৮ জনের দল পৌঁছে যায় ব্যবসায়ীর বাড়িতে। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের সঙ্গে এই চাল কল মালিক ও রেশন ডিলারের কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে ED। পাশাপাশি, রানাঘাটের ১ নম্বর ওয়ার্ডে সড়ক পাড়ায় রেশন ডিলার সিদ্ধেশ্বর বিশ্বাসের বাড়িতেও চলছে ED-র তল্লাশি।   

Continues below advertisement

আরও পড়ুন :

আজও ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, সোম থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তন !