সঞ্চয়ন মিত্র, কলকাতা : শীত কবে পড়বে? আপাতত সবার অপেক্ষা এই প্রশ্নের উত্তরের। তবে এরই মধ্যে কালীপুজোর আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। আপাতত রবিবার পর্যন্ত এইরকম পরিস্থিতিই থাকবে। শীতের আমেজ কার্যত উধাও হয়েছে বাংলা থেকে। তবে আশার কথা এটাই, বৃষ্টির পর মেঘ কেটে গেলে আবারও তাপমাত্রা নামবে।

 শনিবার কোথায় কোথায় বৃষ্টি হতে পারে ?

  • কলকাতা
  • দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া
  • হুগলি
  • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
  • ঝাড়গ্রাম
  • বাঁকুড়া
  • পুরুলিয়া জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    রবিবারেও হালকা বৃষ্টি হতে পারে
  • পূর্ব পশ্চিম মেদিনীপুর
  • ঝাড়গ্রামে

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে শীতের আমেজ অনেকটাই বেড়েছে। পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টি চললেও, ভারী বৃষ্টির কোন সম্ভাবনা আপাতত নেই। তবে দার্জিলিং ও কালিম্পং এর কিছু এলাকায় হালকা বৃষ্টি দু-এক পশলা হতে পারে। বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের কিছু অংশে। বৃষ্টির পর শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে।

কলকাতার আবহাওয়া

কলকাতায় শনিবার সন্ধেয়  হালকা বৃষ্টি হয়েছে কোথাও কোথাও।  সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারও। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা শহরে। বইবে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া। মঙ্গলবার থেকে পারদ আরো নামবে। অতএব কালীপুজোর আগেই ঠান্ডার আমেজ ঘিরে ধরবে মহানগরকে। 

কলকাতায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার  বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃষ্টি হয়েছে সামান্য। 

আগামী ৭ দিন কেমন থাকবে শহর কলকাতার আবহাওয়া 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
04-Nov 24.0 32.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
05-Nov 23.0 31.0
Partly cloudy sky
06-Nov 23.0 31.0
Mainly Clear sky
07-Nov 22.0 31.0
Mainly Clear sky
08-Nov 21.0 30.0
Mainly Clear sky
09-Nov 21.0 30.0
Mainly Clear sky
10-Nov 21.0 30.0
Mainly Clear sky

আরও পড়ুন :                                                    

 খাবারের সঙ্গে বাড়তি নুন খান ! ডেকে আনছেন ডায়াবেটিসের বিপদ