কলকাতা: বালিগঞ্জ স্টেশনের (Ballygunge station) কাছে রেলের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। শিয়ালদা দক্ষিণ শাখার বজবজ লাইনে ট্রেন 9Sealdah South Budge Budge line) চলাচল আধঘণ্টার জন্য ব্যাহত হয়। অফিস টাইমে ভোগান্তি যাত্রীদের।রেল সূত্রে খবর, বালিগঞ্জ স্টেশনের কাছে শিয়ালদাগামী লাইনে ওভারহেড তার ছিঁড়ে যায়। এর জেরে সকাল ৮টা ৫৫ থেকে সাড়ে ৯টা পর্যন্ত বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির পর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে ব্যাহত বারবার


প্রসঙ্গত, গতমাসের শেষেই গড়িয়ায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ঘটেছিল। শিয়ালদা (Sealdah) দক্ষিণ শাখায় (South Section) সেদিনও বিঘ্নিত হয়েছিল ট্রেন চলাচল। বজবজ ছাড়া শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। ৩ ঘণ্টার বেশি সময় ধরে ট্রেন চলাচল ব্যহত হয়েছিল। ওইদিন ডাউন লাইনে দু-একটি ট্রেন চলছিল। শিয়ালদার পাশাপাশি দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে অপেক্ষায় ছিল যাত্রীরা। কেউ কেউ অপেক্ষা করছিলেন ট্রেনের মধ্যেই। দক্ষিণ শাখায় ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর, ক্যানিংয়ের মতো একাধিক ট্রেনের রুট রয়েছে। সমস্ত শাখাতেই ট্রেন চলাচল বন্ধ ছিল সেদিন।  


চলতি বছরেই আরও বড় বিপত্তির সাক্ষী হয়েছে রাজ্য


তবে এতো গেল ওভারহেড ছিড়ে গিয়ে বিপত্তির ঘটনা। তবে চলতি বছরেই এথেকেও আরও বড় বিপত্তির সাক্ষী হয়েছে রাজ্য। এবছর জুন মাসে বাঁকুড়ার ওন্দায় লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ হয়েছিল। একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়েছিল। একজন চালক আহত হয়েছিলেন। ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্ম ও সিগন্যাল রুম। ভোর ৪টে নাগাদ এই দুর্ঘটনার জেরে আদ্রা-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছিল।


আরও পড়ুন, ভয়াবহ ভূমিকম্প নেপালে, 'সাহায্য করতে প্রস্তুত', শোকপ্রকাশ মোদির


স্থানীয় সূত্রে খবর এসেছিল, ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মেরেছিল বাঁকুড়ার দিক থেকে আসা আরেকটি মালগাড়ি। বাঁকুড়ার দিক থেকে ডাউনে এসে ধাক্কা মেরেছিল ওই মালগাড়িটি। ২টি গাড়ির ৩টি করে বগি বেলাইন হয়ে যায়। একটির উপর আরেকটি রেক উঠে গিয়েছিল। একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির মোট ৬টি বগি লাইনচ্যুত হয়েছিল। স্থানীয়রাই চালকদের উদ্ধার করেছিলেন। ওভারহেড তারের ক্ষতি হয়েছিল, ইঞ্জিনেরও ক্ষতি হয়েছিল।একই লাইনে দুটি মালগাড়ি কী করে এল, তা নিয়ে প্রশ্ন উঠছিল।