কলকাতা: কোন বলে বলীয়ান বাকিবুর? রেশন দুর্নীতি মামলায় (Ration Scam), প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ-র বয়ান রেকর্ড করা হল এবার। 'কতদিন ধরে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রীর আপ্ত সহায়ক?', পঞ্চমবারের জন্য সিজিও কমপ্লেক্সে জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) আপ্ত সহায়ক অমিত দে-কে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। বাকিবুর যোগের খোঁজে কাল বালুর প্রাক্তন পিএ অভিজিৎ দাসকে ফের তলব। বাবার জন্য খাবার নিয়ে সিজিও কমপ্লেক্সে গেলেন মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক।
ইডির তলবে ফের সিজিও কমপ্লেক্সে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ অমিত দে। সূত্র মারফত খবর, 'বাকিবুরের সঙ্গে কী সম্পর্ক ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর? বাকিবুরের বিপুল সম্পত্তির নেপথ্য়ে কি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত? বাকিবুরের থেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কি কোনওভাবে লাভবান হয়েছেন?' মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ অমিত দে-র থেকে জানতে চায় ইডি।
সূত্র মারফত খবর, 'বাকিবুরের সঙ্গে কী সম্পর্ক ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর? বাকিবুরের বিপুল সম্পত্তির নেপথ্য়ে কি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত? বাকিবুরের থেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কি কোনওভাবে লাভবান হয়েছেন?' মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ অমিত দে-র থেকে জানতে চায় ইডি। এদিকে, হেফাজতে পেয়েই মন্ত্রী জ্যোতিপ্রিয়কে দফায় দফায় জেরা সারে ইডি। রেশন দুর্নীতি মামলায় ধৃত মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা কমান্ড হাসপাতালে সাড়ে ৪ ঘণ্টা ধরে স্বাস্থ্য পরীক্ষার পর জ্যোতিপ্রিয়কে নিয়ে সিজিওয় ফিরে আসে ইডি।
প্রসঙ্গত, জ্য়োতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর স্বাভাবিকভাবেই উত্তাল রাজ্য রাজনীতি।রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক। ইডি সূত্রে খবর,বনমন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে এবং রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত ব্য়বসায়ী বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদে একাধিক সূত্র পাওয়া যায়। তা নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান প্রাক্তন খাদ্য়মন্ত্রী। এরপরেই রাত ১০টায় তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয় জ্য়োতিপ্রিয় মল্লিকের মোবাইল ফোন।
আরও পড়ুন, সিউড়ির অনুষ্ঠানে খিচুড়ি খাওয়ার পর মৃত ৩, অসুস্থ আরও ১৪
সম্প্রতি জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টেলেকের বাড়ি, তাঁর পৈতৃক বাড়ি, আপ্তসহায়কের ফ্ল্যাট,ঘনিষ্ঠদের ঠিকানায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।আর সেদিনই, জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'বালুর সুগার আছে। শরীর খারাপ। যদি ও মরে যায় তাহলে বিজেপির বিরুদ্ধে FIR করতে হবে। ইডির বিরুদ্ধেও করতে হবে। সুলতান আহমেদ মারা গেলেন। তিনি ঠিকই ছিলেন। সিবিআইয়ের চিঠি পেয়ে বাথরুমে গিয়ে মারা গেলেন। প্রসূন মুখোপাধ্য়ায়ের স্ত্রীও মারা গেছেন একই কারণে।'