করুণাময় সিংহ, মালদা: দুয়ারে রেশনের চালে ইঁদুরের মল ও পোকা ধরা চাল দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। অতি নিম্ন মানের চাল দেওয়ার অভিযোগ। শুধু তাই নয় রেশনের আটা কম পরিমান দেওয়ার অভিযোগ মানিকচকের রেশন ডিলার নির্মল কুমার সিংহের বিরুদ্ধে। 


মানিকচকের জালালপুরে দুয়ারের আসনের ক্যাম্প চলছিল। সেখানে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ। এই অভিযোগে জালালপুর এলাকার লোকজন রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে। শুধু এবার নয় মাঝে মধ্যেই নিম্ন মানের রেশন সামগ্রী দিয়ে থাকেন রেশন ডিলার নির্মল কুমার সিংহ বলে অভিযোগ তোলেন এলাকার বাসিন্দারা। 


এদিন ঠিক একইভাবে ইঁদুরের মল যুক্ত এবং পোকাধরা নিম্নমানের চাল দিতেই গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও নিজের বিরুদ্ধে ওঠাও অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার নির্মল সিংহ। 


এর আগে  মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত রাড়িয়াল গ্রামে রেশন দুর্নীতির অভিযোগ উঠেছিল। চালে মাঝে মাঝেই পোকা থাকছে। আটার মধ্যে মেশানো থাকছে চালের গুঁড়ো। ওই চালের ভাত বা আটার রুটি মুখে তোলার মতো নয়। কিন্তু ডিলারকে বললে তিনি কর্ণপাত করছেন না। এই অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। 


সেখানে দুয়ারে রেশনে ফের পোকা ধরা চাল পেতেই ক্ষোভে ফেটে পড়ে গ্রাহকরা।  রেশন সামগ্রী তৃণমূলের চাল চোররা বিক্রি করে দিচ্ছে। বদলে মানুষকে এই ধরনের নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে সরব হন ওই এলাকার বাসিন্দারা।                                           


আরও পড়ুন, ভোটের আগে আধার বাতিল? অভিযোগ মমতার, প্রয়োজনে বিকল্প ব্যবস্থার ঘোষণা


এদিকে , রেশন দুর্নীতি মামলায় এবার হাওয়ালা-যোগ সামনে এসেছে। ED সূত্রে খবর, পোস্তায় মানি এক্সচেঞ্জের অফিসে তল্লাশি-অভিযানে প্রচুর চিরকুট মিলেছে। উদ্ধার হয়েছে ১, ৫ এবং ১০ টাকার গুচ্ছ গুচ্ছ নোট। এছাড়াও, নগদ ৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।  মানি এক্সচেঞ্জের অফিস থেকে এভাবে ১, ৫ এবং ১০ টাকার নোট এবং চিরকুট মেলায় রেশন দুর্নীতিতে হাওয়ালা-যোগ রয়েছে বলে মনে করছে ED। মঙ্গলবার রেশন দুর্নীতি মামলায় সল্টলেকে শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ ফরেক্স ট্রেডিং ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের সল্টলেকের বাড়ি, বাগুইআটি, পোস্তার অফিস-সহ ৬টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। গতকাল ওই ব্যবসায়ীকে গ্রেফতারও করে ED