সিউড়ি: লোকসভা নির্বাচনের আগেই দেশে সংশোধিত নাগরিকত্ব আইন চালু হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেই আবহেই এবার মারাত্মক অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক জেলায় বহু মানুষের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে বলে দাবি করলেন তিনি। লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষকে রাজ্য সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করতে এবং জাতীয় নাগরিক পঞ্জি চালু করার দিকেই কেন্দ্র এগোচ্ছে বলে দাবি তাঁর। (Mamata Banerjee)


রবিবার সিউড়ির সভা থেকে এই দাবি করেন মমতা। তিনি বলেন, "আমার কাছে খবর আছে। অনেকের আধার কার্ডের লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে ৫০ জনের আধার লিঙ্ক কেটে দেওয়া হয়েছে। বর্ধমান, বীরভূম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তরবঙ্গেও চলছে। প্রথমে বলবে আধার না হলে চোখে আঁধার দেখবে।  ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে না, কোনও সুযোগ-সুবিধা পাবে না। আর এখন কাউকে জিজ্ঞেস না করে লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে।" (Mamata on Aadhaar Card)


মমতার দাবি, নির্বাচনের আগে সাধারণ মানুষ যাতে লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্য প্রকল্পের টাকা না পায়, তার জন্য চক্রান্ত চলছে। তাঁর কথায়, "আমি পরিষ্কার বলে যাচ্ছি, আধার না থাকলেও আমাদের কোনও প্রকল্প বন্ধ হবে না। নিজেদের কার্ড দিয়ে চালিয়ে যাব। দিল্লি যা করছে, থোঁতা মুখ ভোঁতা করে দেব। আধার কার্ড, রেশন কার্ড, স্মার্ট কার্ড, কোভিড কার্ড, জন্মের কার্ড, এথ কার্ড কি গলায় মালা করে রাখবেন? তার পর আবার কাউকে জিজ্ঞেস না করে বাতিল করে দিচ্ছে। বাংলার মানুষকে বলব, ভয় পাবেন না। আমি আছি। যদি দেখি এর মধ্যে ছলনা আছে, বাংলার একটি প্রকল্পকেও আমি আধার সংযুক্ত হতে দেব না।"


আরও পড়ুন: Mamata Banerjee: রাজ্যে তিন নয়া মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর


লোকসভা নির্বাচনে NRC চালু করতে কেন্দ্রের তরফে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে বলেও এদিন দাবি করেন মমতা। তিনি জানান, এক মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা হবে। তার আগে ভোটের পরিচয়পত্র কেড়ে নেওয়া হচ্ছে। ভোটার লিস্টে সকলের নাম তুলতে হবে। রাজ্যের মুখ্যসচিবকে এদিন মমতা নির্দেশ দেন, "কার কার কার্ড বাতিল হচ্ছে দেখুন। একটি পোর্টাল খুলুন দেখি। যাঁদের কার্ড বাতিল হচ্ছে, আমাদের জানান। আমরা বিকল্প ব্যবস্থা করে দেব। ব্যাঙ্ক যদি আধার ছাড়়া হবে না বলে,তাহলে আধার ছাড়াই চলব। আমাদেরও সমবায় ব্যাঙ্ক রয়েছে। মানুষ কোনও সুবিধা থেকে বঞ্চিত হবেন না, আমি ১০০ শতাংশ গ্যারান্টি দিলাম।"


CAA প্রসঙ্গেও এদিন মুখ খোলেন মমতা। তিনি বলেন, "নির্বাচন এলেই CAA বলে চিৎকার করে। জানেন CAA হলে কী হবে? পাঁচ বছরের জন্য সব বাতিল হয়ে যাবে, ভোটার তালিকা-সহ সব তালিকা থেকে নাম বাদ যাবে। সব অধিকার চলে যাবে আপনার। পাঁচ বছর পর নাগরিক হবেন। কিন্তু আপনারা তো ইতিমধ্যেই নাগরিক? কেন আবার নিতে হবে? কী ভাবে ওরা? শরীরকে কেটে দু'ভাগ করে চলে না? আমি বলি, খ্যাপা, মুণ্ডু গেলে খাবি কী? হৃদয় আমাদের একটাই, সেটাকে ভাগ করলে চলবে কী করে?"


এদিন আধার লিঙ্ক কেটে দেওয়ার অভিযোগ করেছেন মমতা, সম্প্রতি সেই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে বলে সম্প্রতি চিঠি পান পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বহু বাসিন্দা। ডাকযোগে সেই চিঠি এসে পৌঁছয়, যা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া-র রাঁচির কার্যালয় থেকে ওই চিঠি এসে পৌঁছয়।  জুতাহাটি, জৌগ্রাম, আবুজহাটি-১ গ্রামের বহু মানুষও তেমন চিঠি পান। কী কারণে আধার কার্ডের লিঙ্ক বাতিল হল, বুঝে উঠতে পারছেন না কেউই। স্থানীয় বা রাজ্য প্রশাসনের কাছেও সেই সংক্রান্ত কোনও তথ্য় ছিল না। এদিন সেই প্রসঙ্গেরই উল্লেখ করেন মমতা।