সুকান্ত মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: জ্যোতিপ্রিয় মল্লিকের মামলায় (Ration Scam) বিচারকের মুখে এবার প্রভাবশালী তত্ত্ব। আদালতের স্পষ্ট করে দেওয়া নির্দেশের বাইরেও এসএসকেএমে বাড়তি পরীক্ষা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর (Jyotipriya Mallick)। পর্যবেক্ষণে জানালেন ইডির বিশেষ আদালতের বিচারক।
জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত আবেদনের শুনানিতে বিচারকের পর্যবেক্ষণে এবার উঠে এল প্রভাবশালী তত্ত্ব। আদালতের স্পষ্ট করে দেওয়া নির্দেশের বাইরেও SSKM হাসপাতালে বাড়তি পরীক্ষা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর। জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাবশালী বলেই এটা সম্ভব হয়েছে। জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রীকে নিয়ে কড়া পর্যবেক্ষণ ইডির বিশেষ আদালতের বিচারকের।ব্যাঙ্কশাল কোর্টে ইডির বিশেষ আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত আবেদনের শুনানি ছিল বুধবার। এদিন আদালতে সশরীরে উপস্থিত ছিলেন না প্রাক্তন খাদ্যমন্ত্রী।
তাঁর আইনজীবী মিলন মুখোপাধ্যায় আদালতে বলেন,জ্যোতিপ্রিয় মল্লিকের কিডনির একট বিশেষ পরীক্ষার প্রয়োজন রয়েছে। DMSA নামের এই বিশেষ পরীক্ষা শহরের ৫ টি হাসপাতালেই হয়। জেলে থেকে এই পরীক্ষা করা সম্ভব নয়। তাই এই ৫ টি হাসপাতালের যে কোনও একটিতে পরীক্ষা করার অনুমতি দিক আদালত।এরপর ইডির বিশেষ আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে বলেন,আমার কাছে SSKM হাসপাতালের সব মেডিক্যাল রিপোর্ট রয়েছে। রিপোর্ট দেখে আমি যা বুঝতে পারছি, যে বিশেষ পরীক্ষা করানোর কথা বলা হচ্ছে, তার কোনও প্রয়োজন নেই। জ্যোতিপ্রিয় মল্লিক সুস্থ আছে। ওঁর রিপোর্ট অন্তত তাই বলছে। ওঁর ব্লাড সুগার ও কিছু ক্রনিক অসুখ রয়েছে।কিডনি নিয়ে তেমন কোনও সমস্যা নেই যে জ্যোতিপ্রিয় মল্লিকের এখনই কোনও বেসরকারি হাসপাতালে পরীক্ষার প্রয়োজন রয়েছে।
এরপরেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর চিকিৎসায় SSKM- হাসপাতালের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন বিচারক। তিনি বলেন, আদালতের স্পষ্ট করে দেওয়া নির্দিষ্ট নির্দেশের বাইরে গিয়েও জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়তি স্বাস্থ্য পরীক্ষা করেছে SSKM হাসপাতাল। তিনি প্রভাবশালী বলেই SSKM হাসপাতাল এই কাজ করেছে বলে আমার ধারনা।২৭ জানুয়ারির পর জ্যোতিপ্রিয় মল্লিকের কী কী পরীক্ষা করতে হবে সেই নিয়ে আমি সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছিলাম SSKM হাসপাতালকে। বিচারকের কড়া পর্যবেক্ষণের পরে প্রাক্তন খাদ্যমন্ত্রীর আইনজীবী বলেন,আমাকে SSKM হাসপাতালের রিপোর্টগুলো দেওয়া হোক। আমি স্টাডি করতে চাই।মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হোক আমাকে। ইডির বিশেষ আদালতের বিচারক বলেন,আপনি সময় নিন।মঙ্গলবার আমি এই বিষয়ে চূড়ান্ত নির্দেশ দেব।
আরও পড়ুন, মন্ত্রিত্ব বড় কথা নয়, আমি জিতব না, বিজেপি পরিবার জিতবে : নিশীথ প্রমাণিক
শুভেন্দু অধিকারী বলেন,উডবার্ন ওয়ার্ড মানে তৃণমূলের যত আশ্রিত এবং যত অভিযুক্ত চোর ডাকাতদের আশ্রয়স্থল। উডবার্ন ওয়ার্ড বিতর্কিত এবং পিজির ডাক্তার বাবুদের একটা বড় অংশ বিশেষ করে সুপার সহ, এরা যে অপরাধী, এটা সবাই জানে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন বলেন, জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতালে রাজ্য সরকার পাঠায় নি। অতিরিক্ত সুযোগ সুবিধা কাউকে দেওয়া হয় না, সমস্যাটা হচ্ছে এই বাংলায় আমাদের সরকারের আমলে সরকারি হাসপাতালের পরিকাঠামো এতটাই উন্নত হয়েছে আপনি SSKM হাসপাতালে না কর্পোরেট হাসপাতালে এসেছেন বুঝতে পারবেন না। এই সুযোগ সুবিধা SSKM হাসপাতালে সাধারণ মানুষ থেকে মন্ত্রী সবাই পান। রেশন বন্টন দুর্নীতি মামলায় গত বছর অক্টোবর মাস থেকে জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী।