শিবাশিস মৌলিক, উত্তরবঙ্গ:  ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হবে কোচবিহারে।  লোকসভা কেন্দ্রে। তার আগে জোরকদমে প্রচার চালাচ্ছেন নিশীথ প্রমাণিক। জনসংযোগ সারছেন, তো কখনও জনসভা করছেন। কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রমাণিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁকে এবারও কোচবিহারে প্রার্থী করেছে বিজেপি। ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট জেলার একমাত্র লোকসভা কেন্দ্রে। তার আগে জোরকদমে প্রচার চালাচ্ছেন নিশীথ প্রমাণিক। কখনও জিপে চড়ে কখনও পায়ে হেটে। কখনও ঢাক-ঢোল বাজিয়ে,গোটা কোচবিহার লোকসভা কেন্দ্র চষে বেড়াচ্ছেন তিনি।


'মন্ত্রিত্ব বড় কথা নয়, আমি জিতব না, বিজেপি পরিবার জিতবে'


নিশীথ প্রামাণিক বলেছেন, মন্ত্রিত্ব বড় কথা নয়, আমি জিতব না, বিজেপি পরিবার জিতবে। মন্ত্রীত্ব নিয়ে আশা করছি, তেমন নয়। আমি এখনও কোচবিহারের সবার পাশে থাকি। মানুষ হিসাবে এই চেষ্টা থাকা উচিত। নরেন্দ্রমোদি আসছেন এটা কোচবিহারের কাছে বড় পাওনা। কোচবিহারের অলিতে-গলিতে কান পাতলেই শোনা যায় নিশীথ প্রামাণিকের লুক এবং লৌকিকতার কথা।


গড় অটুট রাখতে মরিয়া নিশীথ


 কখনও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষ জনের সঙ্গে জনসংযোগ সারছেন, তো কখনও জনসভা করছেন। কখনও আবার মন্দিরে পুজো দেওয়া। গড় অটুট রাখতে মরিয়া নিশীথ। তৃণমূল থেকে রাজনীতি শুরু।কিন্তু তারপর বিজেপিতে। গত লোকসভা ভোটে অর্থাৎ ২০১৯ সালে কোচবিহার আসনটি ৫৪ হাজার ২৩১ ভোটে তৃণমূলের থেকে ছিনিয়ে নেন নিশীথ প্রামাণিক। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী, তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্য়ে ৬ টিতেই এগিয়ে বিজেপি। মাত্র ১টিতে তৃণমূল।


বিধানসভা নির্বাচনে উদয়ন গুহকে মাত্র ৫৭ ভোটে হারিয়েছিলেন নিশীথ


এরইমধ্য়ে উল্লেখযোগ্য় বিষয় হল, গত বিধানসভা নির্বাচনে যে দিনহাটা আসন থেকে উদয়ন গুহকে মাত্র ৫৭ ভোটে হারিয়েছিলেন নিশীথ প্রামাণিক। তাঁর পদত্য়াগের পর সেই কেন্দ্রেই বিজেপি হারে ১ লক্ষ ৬৪ হাজারের বেশি ভোটে।আর তাই উদয়ন গুহর সঙ্গে তাঁর রাজনৈতিক শত্রুতা মাঝেমধ্য়েই ব্য়ক্তিগতও হয়ে পড়ে।


আরও পড়ুন, গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ে ইঞ্জিনিয়ারকে ধমক, এবার 'দুঃখপ্রকাশ' করলেন মেয়র


কোচবিহারে লড়াই এবার চতুর্মুখী


যার প্রমাণ দেখা যায় রাস্তায়,যার ফলে কখনও গাড়ি ভাঙচুর হয়। কখনও তৃণমূলের পার্টি অফিসে তছনচ হয়ে যায়। কখনও বিজেপি নেতার বাড়ি লন্ডভন্ড করে দেওয়া হয়। আর তাই কোচবিহার কেন্দ্রে ভোটের উত্তাপ নিঃসন্দেহে অন্য় জায়গার থেকে বেশি। কোচবিহারে লড়াই এবার চতুর্মুখী। বিজেপির নিশীথ প্রামাণিকের সঙ্গে লড়াই। তৃণমূলের জগদীশচন্দ্র বাসুনিয়া।ফরওয়ার্ডব্লকের নীতীশচন্দ্র রায় এবং কংগ্রেসের পিয়া রায়চৌধুরীর।