কলকাতা: রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে প্রেসিডেন্সি জেল থেকে আনা হল অ্যাপোলোতে। হাসপাতাল সূত্রে খবর, মাথা ঘোরার সমস্যা আছে জ্যোতিপ্রিয়র। দীর্ঘদিন ধরে প্রাক্তন খাদ্যমন্ত্রীর সুগার ও প্রেসারের সমস্যাও রয়েছে। জ্যোতিপ্রিয়র অটোনমিক নার্ভাস সিস্টেম ঠিকঠাক কাজ করছে কি না জানতে হেড আপ টিল্ট টেস্ট করা হয়েছে। তাঁর কিডনি ঠিকভাবে কাজ করছে কি না, জানতে এদিন রেডিও অ্য়াক্টিভ রেনোগ্রাম টেস্টও করা হয়েছে।
জ্যোতিপ্রিয় মল্লিককে প্রতিমাসে ১০ লক্ষ টাকা করে সুদ দিতেন দেগঙ্গার ব্য়বসায়ী আলিফ নুর। শুধু তাই নয়, জ্য়োতিপ্রিয়র চিঠিতেও তাঁর নাম উল্লেখ ছিল বলে ED সূত্রে দাবি। প্রাক্তন খাদ্য়মন্ত্রীর CA-র বাড়িতে তল্লাশি চলাকালীন কম্পিউটারেও একটি ফোল্ডারের হদিশ মেলে। যেখানে লুকিয়ে ছিল দুর্নীতির তথ্য়-ভাণ্ডার, আদালতে চাঞ্চল্য়কর দাবি করল কেন্দ্রীয় এজেন্সি। প্রথমে ব্য়বসায়ী বাকিবুর রহমান। তারপর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য়। রেশন দুর্নীতির মামলায় ধৃত, এই দু'জনের সঙ্গেই প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের যোগ মিলেছিল।এবার এই মামলায় ধৃত ব্য়বসায়ী আলিফ নুরের সঙ্গেও, প্রাক্তন খাদ্য়মন্ত্রীর যোগের বিষয়ে চাঞ্চল্য়কর তথ্য় এসেছে গোয়েন্দাদের হাতে। শুক্রবার রেশন-দুর্নীতির মামলায় ED-র তরফে আদালতে দাবি করা হয়।
দেগঙ্গার চালকল ব্য়বসায়ী, আলিফ নুরের কাছ থেকে নিয়মিত টাকা পৌঁঁছত জ্য়োতিপ্রিয় মল্লিকের কাছে। প্রতি মাসে জ্য়োতিপ্রিয়কে ১০ লক্ষ টাকা করে সুদ দিতেন তৃণমূল নেতা আনিসুর রহমানের দাদা আলিফ নুর। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, জ্য়োতিপ্রিয় মল্লিক SSKM হাসপাতালে ভর্তি থাকাকালীন, তাঁর মেয়ের কাছ থেকে যে চিঠি উদ্ধার হয়, তাতেই, শেখ শাহজাহান, শঙ্কর আঢ্য়র পাশাপাশি নাম ছিল দেগঙ্গার চালকল ব্য়বসায়ী আলিফ নুরের। তবে সেখানে আলিফকে মুকুল বলে উল্লেখ করা ছিল। ইডির দাবি বালুর চিঠিতে বলা হয় কার থেকে অর্থ সাহায্য় নিতে হবে। সেই চিঠিতে নাম ছিল শেখ শাহজাহান, ডাকু, ২ জনেই এখন জেলে। আর যার নাম ছিল, সেটা মুকুল।
আরও পড়ুন, 'নিয়ম ভেঙে এখানেই থাকত অভিযুক্ত সঞ্জয়', বিধাননগরের পুলিশ ব্যারাকে CBI
ইডি সূত্রে দাবি, জ্য়োতিপ্রিয় মল্লিকের চাটার্ড অ্য়াকাউন্টের বাড়িতে তল্লাশির সময় কম্পিউটারে ২টো ফোল্ডার পাওয়া যায়।যেখানে মুকুল ও বিদেশ বলে ২ জনের নাম ছিল। সেখানেই উল্লেখ ছিল, প্রতিমাসে মুকুলের কাছ থেকে সুদ বাবদ ১০ লক্ষ টাকা করে পেতেন জ্য়োতিপ্রিয়। ইডি সূত্রে আরও দাবি, জ্য়োতিপ্রিয় মল্লিকের চাটার্ড অ্য়াকাউন্ট দাবি করেন, চালকল ব্য়বসায়ী আলিফ নুরই হলেন সেই মুকুল।
এবং তাঁর ভাই, দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান হলেন বিদেশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।