ভাস্কর ঘোষ, হাওড়া:  বেপরোয়া গাড়ির বলি (reckless driving kills housewife) এক গৃহবধূ। সাত সকালে মর্মান্তিক এই ঘটনায় ক্ষোভ এবং চাঞ্চল্য ছড়াল বালির (bali accident) সাঁপুইপাড়ায়। মৃতার (death of housewife) নাম সুপ্রিয়া সাহা। স্বামীর টোটোতে ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তিনি। তখনই এই ঘটনা।


কী ঘটেছিল?
ঘড়ির কাঁটায় তখন ভোর ছটা। এলাকারই টোটোচালক সুমন সাহা প্রতি দিনের মতো তাঁর টোটোয় করে স্ত্রী সুপ্রিয়া ও ছেলেকে নিয়ে স্কুলের দিকে যাচ্ছিলেন। আচমকা পেছন থেকে প্রচণ্ড গতিতে এক বিলাসবহুল চার চাকা গাড়ি তাঁদের ধাক্কা মারে বলে অভিযোগ। ধাক্কার অভিঘাতে টোটোটি উল্টে যায়। ছিটকে পড়েন তিনজন। দ্রুত তাঁদের বেলুড় জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে সুপ্রিয়াকে মৃত বলে ঘোষণা করা হয়। এর পরেই তীব্র ক্ষোভ তৈরি হয় এলাকায়। বাসিন্দাদের দাবি, কয়েকটি উচ্ছৃঙ্খল যুবক ওই এলাকার অপরিসর রাস্তা দিয়ে প্রায়শই প্রবল বেগে গাড়ি চালান। গাড়ির মধ্যে প্রচণ্ড জোরে সাউন্ড বক্সও বাজে। কোনও আপত্তিই কানে তোলেন না তাঁরা। বার বার বলা সত্ত্বেও সংযত হননি বলে অভিযোগ। তারই ফল স্বরূপ আজকে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি এলাকাবাসীদের। এর পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিশ্চিন্দা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ঘাতক গাড়ি-সহ চালক অবশ্য পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


আগেও ঘটনা...
পথ দুর্ঘটনার নজির এ রাজ্যে নতুন নয়। গত নভেম্বর ভোরবেলা নিউটাউনে গাড়ি দুর্ঘটনায় চালকেরই মৃত্যু হয়েছিল। ভোর সাড়ে ৫টা নাগাদ কদমপুকুর মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। আলু বোঝাই ম্যাটাডোরের ধাক্কায় মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ হারান চালক। আশঙ্কাজনক সঙ্গী। জানা যায়, বিশ্ব বাংলার গেটের দিকে যাওয়ার পথে, আলু বোঝাই ম্যাটাডোরের পিছন থেকে ধাক্কা মারে গাড়ি। পুলিশ সূত্রে খবর, গাড়িতে ২ জন আরোহী ছিলেন। গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। তাঁর সঙ্গীর অবস্থাও আশঙ্কাজনক। নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ম্যাটাডোরের চালককে আটক করে ইকো পার্ক থানার পুলিশ । প্রসঙ্গত, অক্টোবারের মাঝামাঝি উটাউনে নভোটেলের কাছে একটি দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর,  রাত সাড়ে ১১টা নাগাদ ঝাড়খণ্ডের নম্বরপ্লেট লাগানো একটি দ্রুত গতির গাড়ি সিগন্যাল অগ্রাহ্য করে একটি মালবাহী গাড়িকে ধাক্কা মারে। তারপর পালিয়ে যায়। পাশাপাশি, লক্ষ্মীপুজোর আগের দিন পথ দুর্ঘটনা ঘটে সল্টলেকের সেক্টর ফাইভে । জখম হন তিন জন। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পারে, একটি প্রাইভেট গাড়ি উইপ্রো থেকে নিউ টাউনের দিকে যাচ্ছিল। আর একটি গাড়ি গোদরেজ ওয়াটার সাইডের দিক থেকে কলেজ মোড়ে ছুটে আসছিল। দুটির সংঘর্ষেই বিপত্তি। সিগনাল তখন সবুজ। সেই কারণে উইপ্রোর দিক থেকে আসা নিউটাউন-গামি প্রাইভেট গাড়িটি সিগন্যাল না মেনে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। সেই সময়ই গোদরেজ ওয়াটার সাইডের দিক থেকে আসা গাড়িটির ঠিক মাঝ বরাবর ধাক্কা মারে সেটি। গাড়ির মধ্যে এক জন বয়স্কা মহিলা ছিলেন। তাঁর মাথা ফেটে যায়। এ ছাড়া দুজন পথচলতি তথ্যপ্রযুক্তি কর্মীও আহত হন।


আরও পড়ুন:মেরামতির কাজের জন্য শনি থেকে সোমবার শিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল একাধিক ট্রেন