দোহা: বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা (Argentina)। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে। যে ম্যাচে গোল করে ও করিয়ে সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)।


যদিও ম্যাচের পর রেফারি মাতেও লাহোজকে নিয়ে বিরক্ত মেসি। ফিফার কাছে পরোক্ষে অভিযোগও জানিয়েছেন। পাশাপাশি মেসি ক্ষুব্ধ উগ ওয়েগহোর্স্টকে নিয়েও। যিনি ম্যাচে ২ গোল করে ডাচদের সমতায় ফেরান। ম্যাচ নিয়ে যান টাইব্রেকারে। তবে আর্জেন্তিনা শিবিরের অভিযোগ, মাঠে ক্রমাগত উত্যক্ত করেছেন ওয়েগহোর্স্ট।


ম্যাচের পর তখন মিক্সড জোনে কথা বলছিলেন মেসি। সামান্য দূর দিয়ে হেঁটে যাচ্ছিলেন ডাচ ফুটবলার। তাঁকে দেখেই মেজাজ হারান মেসি। চিৎকার করে ওঠেন, 'কী দেখছো, মূর্খ কোথাকার, কী দেখছো... ওদিকে চলে যাও। হাঁদা...'।


পরিচিত অনেকেই বলছেন যে, মেসিকে সচরাচর এরকম মেজাজ হারাতে দেখা যায় না। কিন্তু ওয়েগহোর্স্ট মাঠে এমনই আচরণ করেন যে, স্থির থাকতে পারেননি মেসি। পরে তিনি বলেন, 'ও মাঠে ঢোকার পর থেকে আমাদের উত্যক্ত করছিল। পায়ে পা দিয়ে অশান্তি করছিল। নানা মন্তব্য করছিল। আমার মনে হয়েছে এটা ফুটবল নয়। আমি সব সময় প্রত্যেককে শ্রদ্ধা করি। এবং আমাকে সবাই শ্রদ্ধা করুক, সেটাও চাই।'