কলকাতা: রাজ্য সরকারকে বেঁধে দেওয়া চাকরিহারাদের ডেডলাইনের আজই ছিল শেষ দিন। অবশেষে চাকরিহারা আন্দোলন শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বৈঠকে রাজি সরকার। আজই দুপুর ১টায় বিকাশভবনে বৈঠকের প্রস্তাব । বৈঠকে থাকবেন শিক্ষাসচিব। বৈঠকে যেতে পারেন আন্দোলনকারী চাকরিহারাদের ৬ সদস্য।

আরও পড়ুন, তাঁর দোকানেই চিপস কিনতে গিয়েছিল নাবালক, পাশকুঁড়াকাণ্ডে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে FIR দায়ের করলেন মৃতের মা

অপরদিকে, আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর হুঁশিয়ারির মধ্যেই চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডলকে পুলিশি তলব করা হয়েছে। আজ বিকেল ৪টেয় বিধাননগর উত্তর থানায় বিধাননগর কমিশনারেটের গোয়েন্দাদের কাছে হাজিরা দিতে বলা হয়েছে। নোটিসে উল্লেখ, হাজিরা না দিলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে চাকরিহারা শিক্ষককে। এর আগে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ-অশান্তির ঘটনায় আন্দোলনের অন্যতম মুখ মেহবুব মণ্ডল-সহ ৪ শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন সংগ্রামী যৌথ মঞ্চের শিক্ষক-নেতা ইন্দ্রজিৎ মণ্ডল ও চাকরিহারা গ্রুপ D কর্মী সুদীপ কোনার। এবার আরেক চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডলকে তলব করেছে পুলিশ।

শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসার প্রস্তাব দিয়ে রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন চাকরিহারারা। না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। চিঠির প্রাপ্তিস্বীকার করেও প্রোটোকল মেনে চিঠি লেখা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এদিকে রাজ্য় সরকারকে দেওয়া ডেডলাইন শেষ হওয়ার আগেই আন্দোলনের অন্য়তম মুখ, চিন্ময় মণ্ডলকে তলব করা হয়েছে বিধাননগর উত্তর থানায়। 

পেটে লাথি পড়েছে, তাই আন্দোলন আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। রবিবার ছিল ধর্না আন্দোলনের ১৯ তম দিন এখনও খোলা আকাশের নীচে রাস্তায় বসে আছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। আলোচনায় বসার প্রস্তাব দিয়ে রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন তাঁরা। সরকারপক্ষ রাজি না হলে, বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন।

অন্যদিকে এবার আন্দোলনকারী চিন্ময় মণ্ডলকে তলব করল পুলিশ। আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক হবিবুল্লাহ বলেন, ওঁরা (রাজ্য সরকার) নোটিফিকেশনটা যদি করতে চান,আমাদের সঙ্গে আলোচনাটা...মানে আমরা জানতে চাইছি ওঁরা (রাজ্য সরকার) আমাদের নিয়ে কী ভাবছেন। এটা তো বিশাল কিছু চাওয়া নয়। আমাদের নিয়ে ভাবনা...তা আমরা জানব না আমাদের নিয়ে কী ভাবছেন? 

চিঠির প্রাপ্তিস্বীকার করেও কী নিয়ে আলোচনা হবে তা উল্লেখ করা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী  ব্রাত্য বসু বলেন, ওঁরা (চাকরিহারা) একটা কথা বলেছেন, সেটা আমরা শুনেছি। আমাদের দফতরের পক্ষ থেকে নিশ্চয়ই কেউ না কেউ কালকে ওঁদের (চাকরিহারা) সঙ্গে যোগাযোগ করবেন এবং যে চিঠি ওঁরা দিতে চাইছেন, সেই চিঠি ফের ঘুরিয়ে একটা ঠিকঠাক ফরম্যাটে যাতে দেন, সেটার আবেদন আমাদের সরকারের পক্ষ থেকে আগামীকাল কোনও সরকারি অফিসার নিশ্চয়ই করবেন।