WhatsApp: ইউজারদের সুবিধার জন্য একটি নতুন ফিচার (WhatsApp Features) নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এই ফিচার চালু হলে, হোয়াটসঅ্যাপ স্টেটাসে (WhatsApp Status) বড় ভিডিও শেয়ার করতে পারবেন ইউজাররা। বর্তমানে ৩০ সেকেন্ড মেয়াদের ভিডিও শেয়ার করা যায় হোয়াটসঅ্যাপ স্টেটাসে। ইউজারদের তরফে অনেকদিন থেকেই এর থেকে বেশি সময়ের ভিডিও হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করার ফিচার চালুর দাবি জানানো হয়েছে। যে নতুন ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ কাজ করছে সেটি চালু হলে এই সুবিধা পাওয়া যাবে। আপাতত বিটা ইউজারদের ক্ষেত্রেই উপলব্ধ রয়েছে এই ফিচার। তবে আগামী দিনে সমস্ত ইউজারদের জন্য চালু হবে এই ফিচার। বড় সাইজের ভিডিও হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করতে পারবেন ইউজাররা। 


হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের সাহায্যে কী পরিবর্তন আসতে চলেছে


হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, বিটা ইউজাররা এখন নতুন ফিচারের সাহায্যে ১ মিনিট পর্যন্ত দীর্ঘ ভিডিও হোয়াটসঅ্যাপ স্টেটাসে। এর ফলে ইউজারদের মধ্যে হোয়াটসঅ্যাপে আরও বেশি পরিমাণে ভিডিও শেয়ারের প্রবণতা দেখা যাবে বলেও অনুমান করা হচ্ছে। WABetaInfo- র রিপোর্টে এও বলা হয়েছে যে ইউজারদের ফিডব্যাকের ভিত্তিতেই হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করার ভিডিওর সময়সীমা বাড়ানোর কথা ভাবা হয়েছে। ৩০ সেকেন্ডের ভিডিও সত্যিই খুব ছোট। সেক্ষেত্রে ১ মিনিটের ভিডিও হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করতে পারলে ভালই হবে। 


কারা ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার


এখনকার জন্য হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ভার্সানে ২.২৪.৭.৬ - এক্ষেত্রে ইউজাররা বেশি সময়ের ভিডিও স্টেটাসে শেয়ার করার সুবিধা পাবেন। গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপের এই আপডেটেড ভার্সান ডাউনলোড করা যাবে। আপাতত অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেই এই ফিচার উপলব্ধ হয়েছে। সেটাও বিটা টেস্টারদের জন্য। আগামী দিনে সমস্ত অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যই হোয়াটসঅ্যাপের এই ফিচার চালু হবে। আর তারপরে আইওএস ভার্সানেও এই ফিচার চালু হবে বলে অনুমান করা হচ্ছে। 


হোয়াটসঅ্যাপ পেমেন্টের ক্ষেত্রে আসছে নতুন 'কিউআর কোড শর্টকাট'


হোয়াটসঅ্যাপের মূল চ্যাট স্ক্রিনেই দেখা যাবে কিউআর কোড স্ক্যান করার শর্টকাট আইকন। তার ফলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেন করা আরও সুবিধাজনক হবে ইউজারদের কাছে। সমস্ত ইউজারদের জন্য আগামী কয়েক মাসের মধ্যে এই ফিচারের রোল আউট শুরু হতে চলেছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WeBetaInfo হোয়াটসঅ্যাপের আসন্ন এই নতুন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। 


আরও পড়ুন- নাথিং-এর নতুন চমক, এমন কিছু লঞ্চ হতে চলেছে যা এর আগে কখনও হয়নি, দাবি সংস্থার