সৌভিক মজুমদার,কলকাতা: আজ রাতেই 'কালীঘাটের কাকু'কে হাতে নিতে চায় CBI । সূত্র মারফত খবর, প্রেসিডেন্সি জেল থেকে কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাবে CBI।সিবিআইয়ের জাল এড়াতে 'লুকোচুরি', কোর্টের নির্দেশে 'হাতে'।নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেলের উদ্দেশে কেন্দ্রীয় এজেন্সি। জেল থেকে হাতে পেলেই জোকা ESI হাসপাতালে নিয়ে যাবে CBI।
সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'র আগাম জামিনের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। উল্টে, তাঁকে নতুন একটি মামলায় CBI গ্রেফতার করেছে বলে মত কলকাতা হাইকোর্টের। এদিন সুজয়কৃষ্ণর আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, 'আমাদের মতে আপনাকে গ্রেফতার করেছে CBI'
আরও বিপাকে পড়লেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'। তাঁর আগাম জামিনের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট।উল্টে, নতুন একটি মামলায় CBI সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে বলে মত আদালত।নিয়োগ দুর্নীতি মামলায়, CBI-এর প্রোডাকশন ওয়ারেন্টের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুজয়কৃষ্ণ।সোমবার এই মামলায় বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ বলে, যেহেতু অন্য মামলায় ইতিমধ্যেই আপনি হেফাজতে আছেন, তাই প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে।সেই ওয়ারেন্ট যখন আপনি হাতে পেয়েছেন, তার মানেই CBI আপনার ওপর নিয়ন্ত্রণ নিয়েছে বা এটা গ্রেফতারের সমতুল্য। তাই আগাম জামিনের আবেদন গ্রহণযোগ্য নয়।
এরপরই সুজয়কৃষ্ণর আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, আমাদের মতে আপনাকে গ্রেফতার করছে CBI ।যেহেতু আপনাকে গ্রেফতারের পরে আদালতের সামনে পেশ করা সম্ভব হয়নি, তাই এই প্রশ্ন আপনি তুলতেই পারেন যে, এই গ্রেফতারি বৈধ কিনা? কিন্তু তার প্রেক্ষিতে CBI-এর কিছু যুক্তি আছে।এখন আপনিই বিচার করে দেখুন যে জেল কর্তৃপক্ষের আচরণ বা পদক্ষেপ আপনাকে সাহায্য করল নাকি জটিলতা বাড়াল। তখন CBI-এর আইনজীবী বলেন, আমরা আদালতের সামনে সুজয়কৃষ্ণ ভদ্রকে পেশ করার জন্য জেল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। কিন্তু, জেলের তরফে জানানো হয় যে তিনি অসুস্থ, তাই সশরীরে তাঁকে পেশ করা সম্ভব নয়। এমনকী, ভার্চুয়ালিও পেশ করা সম্ভব নয়।
আরও পড়ুন, 'রোজ ভাবি, খারাপ খবর শুনবো না..', বাংলাদেশে হিন্দুর উপর ফের আক্রমণে প্রতিক্রিয়া ইসকনের VP-র !
তখন বিচারপতি বাগচী বলেন, গ্রেফতারের পর কেন আদালতের সামনে পেশ করা সম্ভব হয়নি, সেটা আগাম জামিনের মামলার বিচার্য বিষয় নয়। সেটা জামিন বা অন্য মামলায় খতিয়ে দেখা যেতে পারে।সুজয়কৃষ্ণ ভদ্রকে আদালতের সামনে পেশ করার ক্ষেত্রে এবং হেফাজতে নেওয়ার আবেদন বিচার করার ক্ষেত্রে এই নির্দেশ কোনওভাবেই নিম্ন আদালতের বিচারকের সামনে বাধা সৃষ্টি করতে পারবে না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।