সৌভিক মজুমদার, কলকাতা : নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) বড় তথ্য-বিস্ফোরণ ইডির। কোন স্কুলের মাধ্যমে নিয়োগ দুর্নীতির লেনদেন, নাম প্রকাশ্যে আনল ইডি। 'এস কে বি মেমোরিয়াল স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন মানিক-পুত্র শৌভিক, বলেই আদালতে জানিয়েছে ইডি। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলায় আরও একজনকে সমন, কাল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।


'আমরা স্কুল বাজেয়াপ্ত করার প্রক্রিয়ায় আছি, কিন্তু আমরা স্কুল বন্ধ করি না', আমরা প্রতীকীভাবে স্কুল বাজেয়াপ্ত করি, হাইকোর্টে (Calcutta high Court) জানাল ইডি। হাইকোর্টে জেলবন্দি প্রাথমিক পর্ষদ সভাপতির ছেলের আইনজীবীর পাল্টা সওয়াল 'যে স্কুলের কথা বলা হচ্ছে, তা ১০০ বছরের, অনেকে অনুদান দেন, শৌভিকও দিয়েছেন। ১ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন শৌভিক, এর সঙ্গে আর্থিক যোগের সম্পর্ক নেই'।


ইডির আদালতে যে ব্যাখ্যার প্রেক্ষিতে আদালতের প্রশ্ন, পিএমএলএ অ্যাক্টের ১৯ নম্বর ধারা প্রয়োগ করেননি কেন ?  এই লেনদেনের মাধ্যমে কীভাবে লাভবান হতেন শৌভিক? প্রশ্ন বিচারপতির । 'লেনদেনের মাধ্যমে রাজনৈতিকভাবে লাভবান হতেন শৌভিকের বাবা মানিক', এটা মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) রাজনৈতিক উত্থানে সাহায্য করত, সওয়াল ইডির (ED)। যারপরই যশোদেব চৌধুরী বলে কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন ? প্রশ্ন বিচারপতির । প্রসঙ্গত, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি যশোদেব চৌধুরী। সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা মামলায় প্রথমবার সামনে আসে যশোদেবের নাম। 


এদিকে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় পুজোর মুখে তৎপর অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। ২৪ ঘণ্টার ব্যবধানে OMR শিট প্রস্তুতকারক সংস্থার একে একে ২ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। OMR শিট প্রস্তুতকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির ডেটা প্রসেসিং প্রোগ্রামার পার্থ সেনের পর এবার CBI-এর জালে সংস্থার ডিরেক্টর কৌশিক মাজি। মঙ্গলবার নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদের পর, তাঁকে গ্রেফতার করেন CBI-এর অফিসাররা। 


কীভাবে চলত চাকরি বিক্রির র‍্যাকেট ? সিবিআই সূত্রে দাবি, টেটে যাঁরা পাস করতেন, তাঁদের নম্বর প্রস্তুত করে পর্ষদের কাছে পাঠাত এই সংস্থা। যাঁরা ফেল করতেন, তাঁদের তালিকা পাঠিয়ে দেওয়া হত বিভিন্ন এজেন্টদের কাছে। আর এরপরই শুরু হত টাকার খেলা। 


আরও পড়ুন- এবার দুবাইয়ে মিলল রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের জোড়া ফ্ল্যাটের হদিশ, ছিল পালানোর পরিকল্পনা ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial