কলকাতা : নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( recruitment Scam ) গতকালই সামনে আসে এক 'রহস্যময়ী নারী'র নাম। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ( Kuntal Ghosh ) মুখে, হৈমন্তী গাঙ্গুলি নামে এক রহস্যময়ীর নাম উঠে আসে। কে সেই 'হৈমন্তী'? কেন কুন্তল তাঁর নাম বললেন?
কোথায় সেই রহস্য়ময়ী 'হৈমন্তী'? কুন্তলের দাবি, এই হৈমন্তী গাঙ্গুলি হলেন, গোপাল দলপতির স্ত্রী। এবার 'অভিনেত্রী' হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নতুন কীর্তি ফাঁস। জানা গেল বাংলা ছবিতে অভিনয়ও করেছিলেন হৈমন্তী । অচেনা উত্তম ছবিতে একজন নার্সের ভূমিকায় অভিনয় করেছিলেন হৈমন্তী। অভিনয় করতে গিয়েও 'প্রতারণার ছক'! 'পরিচালককে এড়িয়ে সরাসরি প্রযোজকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তিনি', জানতে পেরে একদিন কাজ করিয়ে বাদ দিয়ে দেন বলে দাবি পরিচালক অতনু বসু।
আরও পড়ুন :
দমদম ক্যান্টনমেন্টে গোপাল দলপতির কোচিং সেন্টারের হদিশ
শুক্রবার হৈমন্তীর অফিসের খোঁজ পেল এবিপি আনন্দ। বিবাদী বাগ এলাকার একটি বিল্ডিংয়ের ৫ তলায় ৪১২ নম্বর রুমে হৈমন্তী অ্য়াগ্রো প্রডাক্ট প্রাইভেট লিমিটেডের অফিস। অফিস বর্তমানে তালাবন্ধ। তবে, দরজার বাইরে একটি ফোন নম্বর দেওয়া। সেই নম্বরে ফোন করলে, হিন্দি ও মারাঠি ভাষায় অটোমেটিকালি বলা হচ্ছে এই নম্বরটি ইনঅ্য়াক্টিভ রয়েছে। আশপাশের অফিসের কর্মীদের দাবি, হৈমন্তীর অফিসটি অনেকদিন ধরেই তালাবন্ধ।
অন্যদিকে, হাওড়ায় এবিপি আনন্দ তাঁর বাপের বাড়িতে গিয়ে জানা যায়, গোপাল দলপতির সঙ্গে ভালোবেসে বিয়ে করেছিলেন হৈমন্তী। কিন্তু পরে ডিভোর্স হয়ে যায়। জানাল তাঁর পরিবার। আজ হাওড়ায় হৈমন্তীর বাড়ির ঠিকানায় পৌঁছে যায় এবিপি আনন্দ। উত্তর বাকসাড়া রোডে বাড়িতেই থাকেন হৈমন্তীর বাবা-মা-ছোট বোন। পরিবারের দাবি, বাড়ি লোকের অসুস্থতার খবর পেয়ে ১০-১২ দিন আগে বাড়িতে এসেছিলেন হৈমন্তী।
প্রতিবেশীদের দাবি, প্রায়শই তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকত বিলাসবহুল গাড়ি। এই গাড়িতে যাতায়াত করতেন হৈমন্তী। কিন্তু হৈমন্তী কী করতেন? কী পেশার সঙ্গে যুক্ত এনিয়ে কোনও মন্তব্য় করতে চায়নি তাঁর পরিবার।
কোথায় সেই রহস্য়ময়ী 'হৈমন্তী'?
কুন্তলের দাবি, এই হৈমন্তী গাঙ্গুলি হলেন, গোপাল দলপতির স্ত্রী। আর এই গোপাল দলপতির আসল নাম আরমান গঙ্গোপাধ্যায়। এই পরিস্থিতিতে খোঁজ মিলছে না গোপাল দলপতির। গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী-র নামে নথিভুক্ত মুম্বইয়ের এক সংস্থা সিরোকো পার্টনার্সের নাম। আর সূত্রের দাবি, মুম্বইয়ের প্রাণকেন্দ্র নরিম্য়ান পয়েন্টস-এ না কী রহস্য়ময়ী হৈমন্তীর অফিস।