পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee ) বিরুদ্ধে চার্জশিটে অনুমোদন পেল সিবিআই (CBI)। এই মামলায় রাজ্যপালের অনুমোদন পেল সিবিআই। অনুমোদন পাওয়ার পর তার কপি আদালতে জমা দিল সিবিআই।পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ মামলায় চার্জ গঠনের দিকে এগোল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গত বছরের শেষে জামিন চেয়ে দেশের শীর্ষ আদালতে ভর্ৎসিত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী
সম্প্রতি গত বছরের শেষে জামিন চেয়ে দেশের শীর্ষ আদালতে ভর্ৎসিত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় বাকি সবাই জামিন পেলে, কেন পার্থ চট্টোপাধ্যায় পাবেন না ? সুপ্রিম কোর্টে এই প্রশ্ন তুলেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। এই প্রশ্ন শুনেই তীব্র ভর্ৎসনা করেছিলন বিচারপতি সূর্যকান্ত শর্মা। জানিয়ে দিয়েছিলেন, বাকিরা কেউ শিক্ষামন্ত্রী ছিলেন না। তাই অন্যদের সঙ্গে নিজের তুলনা করা উচিত নয় পার্থর।
গত বছরই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পান পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা
প্রসঙ্গত, গত বছরই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পান পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। গ্রেফতারির ৮৫৭ দিন পর তাঁকে জামিন দিয়েছিল ED-র বিশেষ আদালত। অর্থাৎ 'অপা'র 'অ' জেলের বাইরে। কিন্তু 'পা' অর্থাৎ পার্থ এখনও জেলবন্দি। ২০২২ সালের ২৩ জুলাই, অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ED।তাঁর বেলঘরিয়া এবং টালিগঞ্জের ফ্ল্য়াট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ প্রায় ২ কোটি টাকার সোনার গয়না উদ্ধার হয়েছিল। এবং স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি উদ্ধার হয়েছিল।
মায়ের মৃত্যুর পর, তাঁর প্যারোলের আবেদন মঞ্জুর করেছিল আদালত
এরপরই, নিয়োগ দুর্নীতি মামলায়, চক্রান্তের অংশ হিসাবে দেখিয়ে তাঁকে গ্রেফতার করেছিল ইডি। তারপর, থেকেই কখনও ED-র হেফাজতে, কখনও জেল হেফাজতে ছিলেন অর্পিতা। এই অবস্থায়, মায়ের মৃত্যুর পর, তাঁর প্যারোলের আবেদন মঞ্জুর করেছিল আদালত। প্যারোলে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী।
আরও পড়ুন, যাওয়া হল না মুকুটমণিপুর, পথেই উল্টে গেল ৬৫ জনের পর্যটকবাহী বাস ! মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)