কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC recruitment scam) মামলায় ২৩০ কোটি ৬০ লক্ষ টাকার সম্পত্তি 'অ্যাটাচড'। মিডলম্যান প্রসন্ন রায় ও প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।


কোন কোন জায়গার সম্পত্তি? 
একাধিক জায়গায় মিডলম্যান প্রসন্ন রায়ের বিঘের পর বিঘে জমি ছিল। নিউটাউন, পাথরঘাটা, মহেশতলা, সুলতানপুরে প্রসন্নর ৩০ বিঘে জমির হদিশ পাওয়া গিয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে এসপি সিন্হার পূর্ব যাদবপুর ও কলকাতায় বেনামী ফ্ল্যাট। কাপাসহাটিতে এসপি সিন্হার জমিও বাজেয়াপ্ত করেছে ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকাতেই এই বিপুল সম্পত্তি প্রসন্ন ও শান্তিপ্রসাদের, দাবি ইডির। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আগে ১৩৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত ৩৬৫ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত।


এর আগেও এই মামলায় সম্পত্তি অ্যাটাচ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED on Recruitment Scam)। 


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এর আগে দুবার বলেছিলেন দুর্নীতির তদন্তে নেমে ইডি যে টাকা অ্যাটাচ করেছে তা ফেরত দেওয়া হবে প্রতারিতদের। তার জন্য প্রয়োজনীয় আইনি পরামর্শও তিনি নিচ্ছেন বলে জানিয়েছিলেন। প্রথম মোদি এই কথা বলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে ফোনে। প্রার্থীকে ফোন করেছিলেন মোদি। সেখানেই বিভিন্ন কথা বলার মাঝেই মোদি জানিয়েছিলেন, ৩ হাজার কোটি টাকা অ্যাটাচ করেছে ইডি। সেই টাকা বাংলার গরিব মানুষের টাকা। তাই ওই টাকা ফেরত দেওয়ার জন্য রাস্তা খোঁজা হবে। নতুন সরকার তৈরির পরেই এই কাজের জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছিলেন। যাঁরা ঘুষ হিসেবে টাকা দিয়েছিলেন তাঁদের টাকা ফেরানোর জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।


তারপর জলপাইগুড়িতে ভোটপ্রচারে এসেও একই কথা বলেছিলেন তিনি। সম্প্রতি ওই জনসভায় মোদি বলেছিলেন, 'বাংলার মাটিতে দাঁড়িয়ে আজ আমি এই গ্যারান্টি দিচ্ছি যে, যারা দুর্নীতি করে টাকা তুলেছে, ইডি তাঁদের সম্পত্তি অ্যাটাচ করে রেখেছে। তার পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকা। শিক্ষক নিয়োগে যে গরিব লোক টাকা দিয়েছে। এই যে ৩ হাজার কোটি টাকা অ্যাটাচ করেছে, আমি এই গরিবদেরকে ফেরত দেব।'         


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ স্টেটাস শেয়ার করা যাবে ইন্সটাগ্রাম স্টোরিতে, আসছে নতুন ফিচার