কলকাতা: চাকরিহারাদের নবান্ন অভিযানে তুলকালাম, ২০ আন্দোলনকারীকে নবান্নে যাওয়ার ছাড়পত্র। এদের মধ্যে ১৮ জন চাকরিহারা শিক্ষক এবং ২জন শিক্ষাকর্মী রয়েছেন।  বৈঠক নিয়ে কতটা আশাবাদী আপনারা ? সমাধান সূত্র কি বেরোবে ? উত্তর দিলেন চাকরিহারাদের প্রতিনিধি চিন্ময় মণ্ডল।

আরও পড়ুন, নবান্ন অভিযান রুখতে জল কামান, 'স্নানের এত বড় ব্যবস্থা ! লাঞ্চে যেনও যোগ্য ও অযোগ্যের তালিকা থাকে..', তীব্র কটাক্ষ চাকরিহারা চিন্ময়ের

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন আপনারা জানিয়েছেন ? 

 চিন্ময় মণ্ডল  বলেন, কোনও কিছুই আগে থেকে বলা সম্ভব না। এই সরকার কী করবে, আমরা কোনও কিছুই আগে থেকে বুঝতে পারি না। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন আপনারা জানিয়েছেন ?   চিন্ময় বলেন, ১৮ জনের তালিকা পাঠিয়েছি। ওনারা অমত করেননি।  বলেছেন আপনারা আসুন। তারমানে নিশ্চয়ই দেখা করবেন। এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী নবান্নেই আছেন। এবং আমরা মুখ্যসচিবের সঙ্গে দেখা করার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাত চাই। এই আলোচনা চলাকালীনই যোগ্য অযোগ্যের তালিকা ওদের দিতে হবে। মুখ্যমন্ত্রী খুব জেদি, চাই দেখা করুন। বাইশ লক্ষ OMR প্রকাশ কেন করছেন না ? ইমিডিয়েটলি করতে হবে। এবং রিপ্যানেল কেন করা হবে না ? রিপ্যানেলের দাবি সুপ্রিম কোর্টেই করতে হবে। সুপ্রিম কোর্টেই রাখুন। রাজ্য সরকারই তো এই নিয়োগ দুর্নীতির জন্য দায়ী, আমরা চাইবো যে, তাহলে রাজ্য সরকারকেই দায়িত্ব নিতে হবে। ..'

কোন ৭ দফা দাবিতে অনড় থেকেই নবান্নের পথে চাকরিহারা ? দেখুন একনজরে।

দাবি ১: রিভিউ পিটিশনের মাধ্যমে বৈধভাবে স্বপদে-সবেতনে পুনর্বহালদাবি ২: দেশের প্রধান বিচারপতির কাছে পৌঁছক রিভিউ পিটিশনের খসড়ারিভিউ পিটিশন গ্রহণের জন্য সরকারকে সর্বতোভাবে চেষ্টা করতে হবে দাবি ৩: অতিরিক্ত নথি হিসেবে যোগ্য শিক্ষকদের নির্ভুল তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে দাবি ৪: রিপ্যানেল বা পৃথকীকরণের মাধ্যমে ২২ লাখ OMR প্রকাশদাবি ৫: রিভিউ সংক্রান্ত বিষয়ে সরকারের আইনজীবীদের সঙ্গে দেখা করাতে হবে দাবি ৬: বৈধভাবে নিযুক্ত শিক্ষকদের স্বীকারোক্তি হলফনামা আকারে দেওয়া হোক দাবি ৭: পরীক্ষা এড়িয়ে সুপারনিউমেরারি পোস্ট তৈরি করে বৈধদের চাকরি বাঁচাতে হবে

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)