কলকাতা : পথে চাকরিহারা। দুর্গে পরিণত নবান্ন চত্বর। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাওয়ার সিদ্ধান্তে অটুট আন্দোলনকারীরা। এদিন এবিপি আনন্দ-র মুখোমুখী হয়ে ক্ষোভ উগরে দিলেন চাকরিহারাদের প্রতিনিধি চিন্ময় মণ্ডল।
এদিন চিন্ময় মণ্ডল বলেন, যারা টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছে, তাঁদের পাশে সরকার থাকছে, তাঁদের হয়ে সওয়াল করছে। আর যারা, আমরা সত্যি সত্যি যোগ্য, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি, সেই মেধাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এবং তাঁদেরকে অগ্রাহ্য করা হচ্ছে। এটা সত্যি নিলজ্জের বিষয়, এরকম একটা প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। আমরা কখনও এটা চাইনি যে, এরকম একটা সরকার রাজ্যে থাকুক।'
পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে আজ যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান। হাওড়া স্টেশনের সামনে জড়ো হয়ে নবান্নর দিকে মিছিল করে যাওয়ার কর্মসূচি রয়েছে। হাওড়া কোর্ট চত্বরে পুলিশের কড়া নিরাপত্তা। নামানো হয়েছে র্যাফ। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। আনা হয়েছে জলকামান। রাস্তায় প্রায় ১০ ফুট উঁচু ব্যারিকেড বসানো হয়েছে। হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সামনেও নিরাপত্তার কড়াকড়ি।পুলিশ, র্যাফ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। দেখভালের দায়িত্বে হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। রাস্তার ধারে কংক্রিটের পিলার তৈরি করে প্রায় ১৩-১৪ ফুট উঁচু গার্ডরেল বসানো হয়েছে। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি।
আপনাদেরকে রুখে দেওয়ার জন্য সবরকম ব্যবস্থা প্রশাসন করে রেখেছে। যেতে পারবেন নবান্ন ? প্রশ্নের উত্তরে চিন্ময় মণ্ডল বলেন, এটা তো শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের এটা নবান্ন অভিযান নয়, তাঁরা শান্তিপূর্ণ অভিযান করছেন না। এটা আসলে জঙ্গি এখানে একত্রিত হয়েছে। এবং সন্ত্রাসবাদীরা হামলা করতে যাচ্ছে। হয়তো আরও বড় সন্ত্রাসবাদীর ঘর আছে, নবান্ন বলে পরিচিত, সেরকমটাই মনে হচ্ছে আয়োজন দেখে। যাইহোক, আজকে শুনলাম যে, জলকামানের ব্যবস্থা রাখা হয়েছে। আমি তো ব্যক্তিগতভাবে ভেবেছিলাম স্নান করে আসবো না। কারণ এত বড় ব্যবস্থা স্নান করানোর জন্য।চাইবো খাবার হিসেবে যেনও লাঞ্চে, যোগ্য ও অযোগ্যের তালিকা এবং সাথে যেনও OMR গুলি দেওয়া হয়।'
মূলত, যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ৪টি দাবি হল, যোগ্য শিক্ষকদের সসম্মানে স্বপদে পুনর্বহাল করতে হবে। রিভিউ থেকে যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে রাজ্য সরকারকে। যোগ্যদের সার্টিফায়েড তালিকা প্রকাশ এবং OMR শিট প্রকাশ করে আইনি উপায়ে রি-প্যানেলিংয়ের মাধ্যমে চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে। যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে এই দাবিতেই আজ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।