কলকাতা: দমদম স্টেশনে (Dum Dum Rail Station) রক্ষণাবেক্ষণের কাজ চলছে যার জেরে বাতিল করা হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন (Local Train Cancelled)। পাশাপাশি ঘুরপথে চলবে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও (Express Train)। পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২৫ নভেম্বর শনিবার রাত ১১.৩৫ মিনিট থেকে ২৬ নভেম্বর রবিবার সকাল ৭.৩৫ মিনিট পর্যন্ত দমদম জংশনে আপ মেইন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এর প্রভাব পড়বে রেল পরিষেবাতেও। দেখে নেওয়া যাক কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে।        


বাতিল প্যাসেঞ্জার ট্রেন


• আপ: 03183 (শিয়ালদহ – লালগোলা প্যাসেঞ্জার)/ ডাউন: 03190 (লালগোলা – শিয়ালদহ প্যাসেঞ্জার)
• আপ: 03193 (কলকাতা – লালগোলা মেমু প্যাসেঞ্জার)/ ডাউন: 03194 (লালগোলা – কলকাতা মেমু প্যাসেঞ্জার)
• আপ: 03143 (রানাঘাট – লালগোলা মেমু প্যাসেঞ্জার)/ ডাউন: 31768 (লালগোলা – রানাঘাট ইএমইউ)


কী বদল এক্সপ্রেস পরিষেবায়?



  • 13113 (কলকাতা - লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস) পলাশীতে যাত্রা শেষ করবে এবং 13114 (লালগোলা - কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস) লালগোলার পরিবর্তে পলাশী থেকে ছাড়বে। এই ট্রেনটি ৬.৫০-এর বদলে ৮.২০-তে ছাড়বে

  • 13173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা থেকে সকাল ৬:৫০-এর পরিবর্তে সকাল ৭:৩৫-এ ছাড়বে। 


প্যাসেঞ্জার ট্রেনের শর্ট টার্মিনেশন


• 31773 (রানাঘাট – লালগোলা মেমু) পলাশীতে সংক্ষিপ্তভাবে বন্ধ করা হবে এবং ডাউন প্যাসেঞ্জার স্পেশাল হিসাবে কাজ করবে এবং ১১:১৫-তে পলাশী থেকে ছাড়বে।
• 31861 (কৃষ্ণনগর - লালগোলা ইএমইউ) পলাশীতে শেষ হবে এবং 31770 (লালগোলা - রানাঘাট) লালগোলার পরিবর্তে পলাশী থেকে ছাড়বে।
• 03115 (শিয়ালদহ - লালগোলা মেমু) রানাঘাটে থামবে এবং 03198 (লালগোলা - শিয়ালদহ মেমু) লালগোলার পরিবর্তে রানাঘাট থেকে ছাড়বে৷
• 31769 (রানাঘাট – লালগোলা ইএমইউ) পলাশীতে থামবে এবং 31774 (লালগোলা – রানাঘাট ইএমইউ) লালগোলার পরিবর্তে পলাশী থেকে ছাড়বে।
• 31771 (রানাঘাট - লালগোলা ইএমইউ) পলাশীতে থামবে এবং 31864 (লালগোলা - কৃষ্ণনগর ইএমইউ) লালগোলার পরিবর্তে পলাশী থেকে ছাড়বে।
• 03196 (লালগোলা-শিয়ালদহ মেমু) লালগোলার পরিবর্তে রানাঘাট থেকে ছাড়বে হবে।


আগামীকাল অর্থাৎ ২৬ নভেম্বর আপ লাইনে বাতিল যে লোকাল ট্রেনগুলি



  • সকাল ৪:০৭  শিয়ালদা- ডানকুনি লোকাল

  • সকাল ৪:১২ শিয়ালদা- কল্যাণী সীমান্ত লোকাল

  • ভোর ৪:১৫  শিয়ালদা- বনগাঁ লোকাল

  • সকাল ৪:২০  শিয়ালদা-গেদে লোকাল

  • ভোর ৪:৪৫ শিয়ালদা-হাবড়া লোকাল

  • সকাল ৪:৫৮  শিয়ালদা- ডানকুনি লোকাল

  • সকাল ৫:০৫  শিয়ালদা-রাণাঘাট লোকাল

  • সকাল ৫:৪২  শিয়ালদা- ডানকুনি লোকাল

  • সকাল ৫:২০  শিয়ালদা- হাসনাবাদ লোকাল

  • সকাল ৫:৩০ শিয়ালদা- কল্যাণী সীমান্ত লোকাল

  • সকাল ৬:০০ শিয়ালদা- শান্তিপুর লোকাল

  • সকাল ৬:০৫ শিয়ালদা- ডানকুনি লোকাল

  • সকাল ৬:১০  শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল

  • সকাল ৬:২০ শিয়ালদা-রাণাঘাট লোকাল

  • সকাল ৬:৪০ শিয়ালদা-হাবড়া লোকাল

  • সকাল ৬:৪৫ শিয়ালদা- ডানকুনি লোকাল

  • সকাল ৬:৪৮  শিয়ালদা- ব্যারাকপুর গ্যালোপিং লোকাল

  • সকাল ৭:২৬ শিয়ালদা- দত্তপুকুর লোকাল

  • সকাল ৯:০৯  বজবজ- শিয়ালদা লোকাল


আগামীকাল অর্থাৎ ২৬ নভেম্বর রবিবার ডাউন লাইনে যে লোকাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে



  • ভোর ৩:০৫  হাসনাবাদ- শিয়ালদা লোকাল

  • ভোর ৪:২০  রানাঘাট- শিয়ালদা লোকাল

  • ভোর ৪:২৫ বনগাঁ- শিয়ালদা লোকাল

  • ভোর  ৪:৪৬ শান্তিপুর- শিয়ালদা লোকাল

  • ভোর  ৫:০২  গেদে-শিয়ালদা লোকাল

  • ভোর  ৫:০৫  ডানকুনি-শিয়ালদা লোকাল

  • ভোর  ৫:১২  ব্যারাকপুর- শিয়ালদা লোকাল

  • ভোর  ৫:১৪  ডানকুনি-শিয়ালদা লোকাল

  • ভোর  ৫:৪২  দত্তপুকুর- শিয়ালদা লোকাল

  • সকাল ৬:০২  কল্যাণী সীমান্ত- শিয়ালদা লোকাল

  • সকাল ৬:০৫  রানাঘাট- শিয়ালদা লোকাল

  • সকাল ৬:০৭ কৃষ্ণনগর- শিয়ালদা লোকাল

  • সকাল ৬:৩৫ ডানকুনি-শিয়ালদা লোকাল

  • সকাল ৬:৩৭  হাবড়া- শিয়ালদা লোকাল

  • সকাল ৭:০২  ডানকুনি-শিয়ালদা লোকাল

  • সকাল ৭:১০  কল্যাণী সীমান্ত- শিয়ালদা লোকাল

  • সকাল ৭:৩২  দত্তপুকুর- শিয়ালদা লোকাল

  • সকাল ৭:৪৫  ডানকুনি-শিয়ালদা লোকাল

  • সকাল ৮:৩০ নৈহাটি- শিয়ালদা লোকাল

  • সকাল ৮:৫৫  হাবড়া- শিয়ালদা লোকাল

  • সকাল ৯:২৭  নৈহাটি- শিয়ালদা লোকাল


আরও পড়ুন: Bankura: পঞ্চায়েতের তোরণ তৈরির জন্য রাস্তা কেটে ফেলে রাখা হয়েছে, ঘুরপথে হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু প্রসূতির


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y