জয়ন্ত পাল, দক্ষিণ ২৪ পরগনা: রেমালের (Remal Cyclone Update) দাপটে একের পর এক প্রাণহানির খবর আসছে। ঝড়ের জন্য় যত না এমন ঘটেছে। তার থেকেও বেশি প্রাণ কেড়েছে বিদ্যুৎ। সোমবার বিকেল চারটে পর্যন্ত রেমালের তাণ্ডবের জেরে ৬ জনের মৃত্যুর খবর এসেছে। সর্বশেষ মৃত্যুর খবর এসেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মহেশতলা থেকে। মহেশতলা পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের নুঙ্গির মেটে পাড়ায় এই ঘটনা ঘটেছে। ওই এলাকায় বাড়ি থেকে বেরিয়ে রাস্তার জমা জলে পা দিতেই তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার।
ওই দুর্ঘটনা ঘটার পরেই পড়শিরা খবর দেন মহেশতলা থানায়। খবর পাঠানো হয় পুরমাতা অলকা মাইতিকে। তিনি জানিয়েছেন, বছর ৫৩র নিহত ওই মহিলার নাম তাপসী দাস। স্বামীর মৃত্যুর পর তিনি বাড়িতে একাই থাকতেন। তাঁর একমাত্র ছেলে মেদিনীপুরে মামাবাড়িতে থাকে। ঝড় বৃষ্টির কারণে বৈদ্যুতিন স্তম্ভের পাশের একটি গাছ উপড়ে ওই তারের উপর পড়লে, বিদ্যুতের তার ছিড়ে মাটিতে পড়ে যায়। পুলিশ ও কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছে সিইএস-সির কর্মীদের দিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করিয়ে তড়িঘড়ি মহিলাকে উদ্ধার করে। তারপরে অ্যাম্বুল্যান্সে করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বাংলায় রেমাল-দুর্যোগে মৃত বেড়ে ৬:
মৌসুনি দ্বীপ: গাছ ভেঙে মৃত্যু বৃদ্ধার
মেমারি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু বাবা-ছেলের
পানিহাটি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১
এন্টালি: কার্নিশ ভেঙে মৃত ১
মহেশতলা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু
রেমাল-রোষে বিপর্যস্ত রাজ্যের উপকূলবর্তী এলাকা:
বকখালির পাশে লক্ষ্মীপুরে ভেঙেছে বাড়ি। হলদিয়ার বিভিন্ন জায়গায় চাষের জমিতে ঢুকেছে নোনা জল। ঝোড়ো হাওয়ায় ফুঁসছে হলদি নদী, এখনও উত্তাল সমুদ্র। কলকাতার বিভিন্ন জায়গায় জমেছে জল। জলমগ্ন কলকাতা মেডিক্যাল কলেজ ও ট্রপিক্যাল মেডিসিন। পার্ক স্ট্রিট স্টেশনে জল জমে মেট্রো চলাচলে বিঘ্ন হয়েছিল, পরে চালু হয় মেট্রো পরিষেবা। কলকাতা বিমানবন্দরেও বিঘ্নিত হয়েছে পরিষেবা। ঝোড়ো হাওয়ার দাপটে কলকাতায় কোনও বিমান নামতে পারছে না।
কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে দিনভর ভারী-অতিভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে দিনভর ঝোড়ো হাওয়ার দাপট চলবে। বুধবার থেকে ৪দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাংলাদেশেও প্রভাব পড়েছে ঘূর্ণিঝড় রেমালের। এখনও পর্যন্ত সেখানে রেমালের বলি ১১।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন:হুইল চেয়ারেই জল পেরিয়ে হাসপাতালে, মেডিক্যাল কলেজে কীভাবে চলছে রোগী দেখা ?