কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: উপনির্বাচনের (Bye Election) জন্য মাধ্যমিকের (Madhyamik) ইতিহাস পরীক্ষার (History Exam) দিন বদল। সুব্রত সাহার মৃত্যুর পর ওই এলাকায় বিধায়ক পদ শূন্য রয়েছে বর্তমানে। ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে বিধানসভা উপনির্বাচন হবে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে ওই ২৭ ফেব্রুয়ারি রয়েছে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। পর্ষদের নোটিসে বলা হয়েছে, 'বৃহত্তর জনস্বার্থে' উপনির্বাচনের জন্য মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন বদল করা হল।
এদিন এই মর্মে একটি নোটিস জারি করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সেখানে জানান হয়েছে, ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ হবে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা।
নোটিসের প্রতিলিপি
আরও পড়ুন, 'মেধাশ্রী স্কলারশিপ' ঘোষণা মমতার! কারা পাবেন এই সরকারি প্রকল্পটির সুবিধা?
নোটিসে বলা হয়েছে, ২৭ তারিখ সোমবার। সেই দিনই উপনির্বাচনটি পড়েছে। তাই দিনবদল করে তা ১ মার্চ করা হয়েছে। তবে পরীক্ষার সময় এবং পরীক্ষাকেন্দ্রের কোনও বদল হচ্ছে না।
উল্লেখ্য, জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। এনিয়ে চিন্তার শেষ থাকে না পরীক্ষার্থীদের। কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত, কোন ধরনের প্রশ্নের আগে উত্তর লেখা উচিত...নানা বিষয়ে মনে একরাশ প্রশ্ন থাকে। পরীক্ষার্থীদের সামগ্রিক সেই সমস্যা নিয়ে হিন্দু স্কুলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে কাউন্সেলিং। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির পরিচালনায় সরকারি বিদ্যালয়ের পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের উপর কাউন্সেলিং হয়। বিভিন্ন বিষয়ের ১৫ জন বিশেষজ্ঞ শিক্ষক-শিক্ষিকা শতাধিক মাধ্যমিক পরীক্ষার্থীর সাতটি বিষয়ে কাউন্সেলিং করিয়েছিলেন।
পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, পশ্চিমবঙ্গের মধ্যে সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতিই একমাত্র সংগঠন যারা ২০১৭ সাল থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়মিতভাবেই বিষয়ভিত্তিক কাউন্সেলিং আয়োজনের কর্মসূচি গ্রহণ করে চলেছে।
মধ্যশিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী,
- আগামী বছর ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা
- দ্বিতীয় ভাষার পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি
- ২৫ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা হবে
- জীবনবিজ্ঞান পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি
- ২ মার্চ হবে অঙ্ক পরীক্ষা
- ৩ মার্চ ভৌতবিজ্ঞানের পরীক্ষা হবে
- ৪ মার্চ হবে ঐচ্ছিক পরীক্ষা।
Education Loan Information:
Calculate Education Loan EMI